ডিজিটাল ডেস্ক, ২৭ জুন : নবনির্মিত জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রার অনুষ্ঠানে অংশ নিতে নির্ধারিত সময়ের কিছু আগেই দিঘায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Back In Kolkata)। শুক্রবার তিনি রথযাত্রার শোভাযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তবে, নির্ধারিত সূচির অনেক আগে শুক্রবার সন্ধ্যায় কলকাতায় ফিরে আসেন তিনি। রথযাত্রার মূল অনুষ্ঠান শেষ হতেই কলকাতার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী।
সূত্রের দাবি, আসলে তাঁর শনিবার ফেরার কথা ছিল। কিন্তু পরিকল্পনা পরিবর্তন করে একদিন আগেই তড়িঘড়ি দিঘা ছেড়ে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এই হঠাৎ সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে।
কসবায় ল কলেজ চত্বরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সম্পর্ক ঘিরে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত সূচির আগে দিঘা থেকে ফেরা রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
শুক্রবার দুপুর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কসবা এবং তার প্রভাব পড়ে গোটা কলকাতায়। অভিযোগ, টিএমসিপি-র এক নেতা, যিনি কলেজের অস্থায়ী কর্মী হিসেবেও কাজ করতেন, সেই তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জোরালো প্রতিবাদ জানিয়েছে এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান, “এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমাদের দল ও সরকার কোনও অন্যায়কে মেনে নেবে না। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে।” তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা তৃণমূলের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। কসবাকাণ্ডকে কেন্দ্র করে বিরোধী নেতারা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করেই আগেভাগে কলকাতায় ফেরাটা পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন অনেকে।