ডিজিটাল ডেস্ক ২৭শে জুলাইঃ বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর হেনস্তা ! বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ তপ্ত বঙ্গের রাজনীতি। বাঙালির অস্মিতার উপর আঘাতের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুরে প্রথম মিছিল করবেন তিনি। বাংলা ভাষা ও বাঙালিদের রক্ষায় দলের জনপ্রতিনিধিদের নির্দিষ্ট কর্মসূচিও বেঁধে দিলেন মমতা। বাংলায় সব ভাষাভাষীর মানুষকে নিয়ে শনি-রবিবার মিছিল, মিটিংয়ের কথা বললেন তিনি। দলের সাংসদদের উদ্দেশে তিনি বলেন, সমাজের বিশিষ্টজনেদের সঙ্গে নিয়ে ভাষা শহিদ উদ্যানে ধরনায় বসুন। বাংলা ভাষা আর বাঙালির সম্মান পুনরুদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, “একদম ছেড়ে দেবেন না। মনে রাখবেন, আমাদের রাজ্যে সকলে নিজের নিজের ভাষায় নিশ্চিন্তে থাকতে পারবেন। আমরা সব ভাষাকে সমানভাবে সম্মান করি(Mamata Banerjee News।)”
মমতা আরও বলেন, “বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে সিঙ্গুর-নন্দীগ্রামের কথা? দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।
বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “বাংলায় অনুপ্রবেশ নিয়ে কুৎসা শুরু করেছে বিজেপি। বিজেপির কোনও এক নেতা বলছেন ১৭ লক্ষ রোহিঙ্গা বাস করছে পশ্চিমবঙ্গে।” এই অভিযোগের পালটা সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রশ্ন, রাষ্ট্রসংঘ বলছে সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা ১০ লক্ষ। তাহলে বাংলায় ১৭ লক্ষ রোহিঙ্গা কোথায় পেলেন বিজেপি নেতারা? অনুপ্রবেশ এবং দেশজুড়ে বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে ফুঁসে উঠলেন তৃণমূল নেত্রী। বৃহত্তর পরিসরে আন্দোলনের ডাক দিলেন তিনি।
বছর ঘুরলেই বাংলার বিধানসভা নির্বাচন। এবার ভোটে তৃণমূলের হাতিয়ার বাংলা অস্মিতার উপর আঘাত। এবার সেই অস্ত্রেই শান দিতে পথে নামছেন তিনি। মমতার সোমবারের প্রতিবাদই জেলায়, জেলায় ভাষা আন্দোলনের সুর বেঁধে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।
দলীয় কর্মসূচি ছাড়াও, প্রশাসনিক একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার দুপুর ১টায় প্রশাসনিক সভা করবেন। উদ্বোধন করবেন জয়দেবে একটি সেতু। যাতে পূর্ব বর্ধমানের সঙ্গে বীরভূমের সড়ক পথে যোগাযোগ আরও দৃঢ় হবে। ৩৩ কিলোমিটার পথ কমে যাবে। এরপর ২৯ তারিখ ইলামবাজারে দুপুর একটা থেকে একটি বৈঠক করবেন বলেই জানা গিয়েছে। তারপর কলকাতায় ফিরবেন মমতা।