ডিজিটাল ডেস্ক, ২১ মে : পশ্চিমবঙ্গে ৫০-৫৫টি ভেজাল ওষুধ বিভিন্ন সংস্থার নামে বাজারে প্রবেশ করেছে, যা নিয়ে সতর্কতা জারি করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের ৮টি জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে সরকারি হাসপাতাল ও ওষুধের দোকানে এই ভেজাল ওষুধ যাতে বিক্রি বা ব্যবহার না হয়, সেই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন। বিশেষত জেলা ও ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিকদের কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Fake Medicine)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে গুজরাত এবং উত্তরপ্রদেশ থেকে ভেজাল ওষুধ এসেছে, যা যাতে সরকারি হাসপাতালে ব্যবহার বা ওষুধের দোকানে বিক্রি না হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন যে রাজ্য সরকার তিন-চার দিন আগে এই বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছে। পাশাপাশি সিএমওএইচ এবং বিএমওএইচদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন হাসপাতালের স্টোরে ভেজাল ওষুধের উপস্থিতি পরীক্ষা করেন। প্রয়োজনে আকস্মিক পরিদর্শন চালাতে হবে। এছাড়া, তিনি ওষুধের দোকানের সামনে ভেজাল ওষুধের তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন, যাতে জনগণ এ বিষয়ে সচেতন থাকতে পারেন।
কয়েক মাস আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভেজাল স্যালাইন বিতর্ক তীব্র হয়েছিল, যার রাজনৈতিক প্রভাবও পড়েছিল। এই ভেজাল স্যালাইনের কারণে আগেই একজনের মৃত্যু হয়েছিল, এবং গত সপ্তাহে আরও এক অসুস্থ মহিলার মৃত্যু হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ নির্দেশ দিয়েছেন যে স্বাস্থ্য প্রশাসনকেই জনগণকে ভেজাল ওষুধ সম্পর্কে সচেতন করতে হবে।
Comments are closed.