Mamata Banerjee on Yusuf Pathan : ইউসুফ-বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

13

ডিজিটাল ডেস্ক, ১৯ মে : পাকিস্তানের বিরোধিতায় কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠানের অনুপস্থিতি নিয়ে তৈরি বিতর্ককে ‘অযথা’ বলে মন্তব্য করেছেন দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Yusuf Pathan)। সোমবার উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, দলের প্রতিনিধি না পাঠানোর অর্থ কেন্দ্রের সিদ্ধান্তকে বয়কট করা নয়। পাশাপাশি, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তৃণমূল সরকারের পূর্ণ সমর্থন রয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন যে, তৃণমূল প্রতিনিধি পাঠাচ্ছে না বলেই ধরে নেওয়া ঠিক নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, কেন্দ্র তৃণমূলের সঙ্গে কোনো আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে, যা অনুচিত। তিনি বলেন, যদি কেন্দ্র দলের সঙ্গে সমন্বয় করত, তাহলে তৃণমূলই নিজস্ব প্রতিনিধি মনোনীত করত। তবে দল থেকে কে প্রতিনিধিত্ব করবে, সেটি দলই ঠিক করবে। তিনি আরও উল্লেখ করেন যে, তিনি লোকসভা ও রাজ্যসভায় দলের চেয়ারপার্সন, অথচ তাঁকেও কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে ‘অযথা বিতর্ক’ না করার পরামর্শ দেন এবং জোর দিয়ে বলেন, তৃণমূল দলের কেউ বিদেশ সফরে না গেলেও, তা কেন্দ্রীয় সিদ্ধান্তের বয়কট নয়। জাতীয় নিরাপত্তা ইস্যুতে রাজ্য সরকার কেন্দ্রের পাশে রয়েছে।

পহেলগাঁও জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক দরবারে সন্ত্রাসের প্রমাণ উপস্থাপনের সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে সর্বদলীয় একটি প্রতিনিধি দল গঠিত হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ও মুখপাত্ররা অন্তর্ভুক্ত থাকেন। এই দল বিভিন্ন দেশে সফর করে বিশ্বমঞ্চে পাকিস্তানের কার্যকলাপ উন্মোচনের দায়িত্ব পালন করবে। তৃণমূলের পক্ষ থেকে বহরমপুরের সাংসদ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম এই দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু তাঁকে ফোন করেন। তবে পরে তৃণমূল তাঁর নাম প্রত্যাহার করে নেয়।

সোমবার সকালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি প্রশ্ন তোলেন, ‘‘কীভাবে কোনো আলোচনা না করেই বিজেপি দলের প্রতিনিধির নাম ঠিক করল? তৃণমূলের প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত একমাত্র তৃণমূলই নেবে, বিজেপি নয়।’’ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সুরে বলেন যে, ইউসুফ পাঠান বা তৃণমূলের অন্য কোনও প্রতিনিধি পাকিস্তানের বিরুদ্ধে বিদেশ সফরে না গেলেও, এর অর্থ কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা নয়। তিনি আরও একবার স্পষ্ট করে দেন যে, জাতীয় নিরাপত্তার ইস্যুতে তৃণমূল কেন্দ্রের পাশে রয়েছে, এবং এই বিতর্কের এখানেই সমাপ্তি।

Comments are closed.