ডিজিটাল ডেস্ক, ১৩ জুলাই : বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের লাগাতার হেনস্তার অভিযোগ ঘিরে এবার সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। প্রতিবাদ জানাতে আগামী ১৬ জুলাই রাস্তায় নামছেন তিনি। ওইদিন বেলা ১টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল, যার শেষ গন্তব্য ডোরিনা ক্রসিং। এই প্রতিবাদ মিছিলে অংশ নেবেন হাওড়া, ভাঙড়, দমদম এবং সল্টলেকের তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকেরা— এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আরও জানান, ওইদিন দুপুর ২টা থেকে রাজ্যের প্রতিটি জেলায়ও তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে (Mamata Banerjee Protest Rally)।
ওড়িশা থেকে শুরু করে দিল্লির জয়হিন্দ কলোনি— একাধিক রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ ক্রমেই বাড়ছে। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই অনেক জায়গায় বাঙালিদের হেনস্তা হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কোথাও বিদ্যুৎ ও জলের সংযোগ কেটে দেওয়া হচ্ছে, কোথাও আবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বাঙালি হেনস্তার প্রতিবাদে সরাসরি পথে নামছেন তিনি। রবিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আগামী ১৬ জুলাই মুখ্যমন্ত্রী নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তা নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “আমরা বিস্মিত— এ কেমন দেশ! বিজেপি শাসিত কোনও রাজ্যে বাঙালি গেলেই তাকে দেশবাসী বলে মানা হচ্ছে না! প্রতিনিয়ত বাংলার সংস্কৃতি ও আত্মমর্যাদাকে অপমান করা হচ্ছে। কেন্দ্র সরকার সেই অপরাধমূলক কার্যকলাপে নীরব থেকে কার্যত মদত দিচ্ছে। মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। শুধু বাঙালি পরিচয়ের কারণেই বিদ্যুৎ ও জলের সংযোগ কেটে দেওয়া হচ্ছে। পরিচয়পত্র থাকা সত্ত্বেও রেহাই মিলছে না। তার উপর রয়েছে এনআরসি-র আতঙ্ক।” তিনি আরও জানান, “আমরা এই অমানবিক অত্যাচারকে ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও এই বিষয়ে প্রতিবাদ করেছেন, এবারও করবেন।”
এই অভিযোগের প্রেক্ষিতে চন্দ্রিমা ঘোষণা করেন, আগামী ১৬ জুলাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল হবে। ওইদিন দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল পৌঁছাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। একইসঙ্গে রাজ্যের প্রতিটি জেলায় দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এমনকি দিল্লিতেও এই ইস্যুতে তৃণমূল আন্দোলনে নামবে বলে জানান তিনি।