Mamata Banerjee Talks with Rijiju : সংসদীয় প্রতিনিধি দলে তৃণমূল থেকে সামিল হবেন অভিষেক, কিরেন রিজিজু-এর সাথে মুখ্যমন্ত্রীর কথোপকথন
ডিজিটাল ডেস্ক, ২০ মে : অপারেশন সিঁদুরের পর পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে আন্তর্জাতিক বার্তা দিতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। এই লক্ষ্যে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রতিনিধি দলে তৃণমূলের পক্ষ থেকে থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Talks with Rijiju)।
বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদলে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম অন্তর্ভুক্ত করেছিল দিল্লি, তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউসুফ পাঠান স্পষ্ট জানিয়ে দেন, তিনি ওই প্রতিনিধি দলে যোগ দেবেন না। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, “দেশের নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা সমর্থন করছি। তবে আমরা বিশ্বাস করি, পররাষ্ট্রনীতি কেন্দ্রীয় সরকারের একান্ত অধিকারভুক্ত বিষয়। তাই বিদেশে দেশের প্রতিনিধিত্ব ও তার কূটনৈতিক দায়িত্ব সরকারই গ্রহণ করুক— সেটিই যথাযথ।”
সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল তাদের অবস্থান স্পষ্ট করার পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে জানান যে, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মতামত নেওয়া উচিত ছিল। ফলে আলোচনার মাধ্যমে পরিস্থিতি আরও পরিষ্কার হয়।
শুধু তৃণমূল নয়, কংগ্রেসের সঙ্গেও একই ধরনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রের সরকার। প্রতিনিধি দলে অন্তর্ভুক্তির জন্য কংগ্রেসের কাছে নাম চাওয়া হয়, এবং দল চারজনের নাম প্রস্তাব করে। কিন্তু তাদের মধ্যে কাউকে না রেখে সরকার একতরফাভাবে কংগ্রেস সাংসদ শশী থারুরকে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করে। সরকারের এই পদক্ষেপ নিয়ে কংগ্রেসের তরফে সমালোচনা হলেও শেষ পর্যন্ত দল কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নেয়।
Comments are closed.