MGNREGA- TMC vs Center: বাংলাকে কি ইচ্ছাকৃতভাবে বাদ? ১০০ দিনের কাজ নিয়ে সংসদ উত্তাল

81

ডিজিটাল ডেস্ক ২৫শে জুলাইঃ ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন বহু পুরনো । সেই ইস্যুতে এবার ফের আগুনে ঘি পড়ল। রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের প্রশ্নের উত্তরে কেন্দ্র যে রাজ্যভিত্তিক তালিকা দিয়েছে, তাতে পশ্চিমবঙ্গের নামই নেই। কেন্দ্র বলেছে, বর্তমানে কোনও রাজ্যের কোনও বকেয়া নেই। কিন্তু তালিকায় বাংলার নাম না থাকাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কে ছড়িয়েছে(MGNREGA- TMC vs Center)।

কেন্দ্রের MGNREGA প্রকল্প অথবা ১০০ দিনের কাজের কর্মদিবস ও মজুরি নিয়ে শুক্রবার রাজ্যসভায় ডেরেক ও ব্রায়েন পরিসংখ্যান পেশ করে বেশ কয়েকটি প্রশ্ন তোলেন। ডেরেকের দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে শ্রমিকের সংখ্যা ৮.৩৪ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ৭.৮৮ কোটি। গড় কর্মদিবসও হ্রাস পেয়েছে, তা ৫২ দিন থেকে হয়েছে ৫০ দিন। এসব পরিসংখ্যান দিয়ে তাঁর অন্যতম প্রশ্ন ছিল, কোন রাজ্যের জন্য কত অর্থ বরাদ্দ করা হয়েছে। জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক যে তালিকা দিয়েছে, তাতে বাংলার নামই নেই! আর তাতেই স্পষ্ট, কেন্দ্রের কাছে বাংলা সত্যিই ‘বঞ্চিত’।

গোটা বিষয়টি তৃণমূল কংগ্রেস সোশাল মিডিয়ায় পোস্ট করেছে। দলের কটাক্ষ, ‘আপনারা আমাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করেছেন, আমাদের বাসিন্দাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছেন। এবার আপনারা বাংলার নামই রেকর্ড থেকে মুছে দিতে চাইছেন? মনে রাখবেন, আপনারা দিল্লির নিয়ন্ত্রক, দেশের নয়।’

তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্র ২০২১ সালের ডিসেম্বর থেকে বাংলার প্রায় ৭০০ কোটি টাকা আটকে রেখেছে। কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গে সম্প্রতি বিজেপিকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এটা কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতি। বাংলা থেকে পরাজিত হয়ে প্রতিশোধ নিচ্ছে বিজেপি। বারে বারে বাংলাকে অপমান করা হচ্ছে, ভোট বাক্সে জবাব পাবে মোদী সরকার।”অন্যদিকে, কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, আগামী ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ ফের চালু করতে হবে।

রাজনৈতিক মহলের মতে, কেন্দ্র-রাজ্য সংঘাতের নতুন পর্বে মোদী সরকারের এই অবস্থান বাংলার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তৃণমূল বলছে, এটা শুধু প্রশাসনিক অবহেলা নয়, একেবারে ‘রাজনৈতিক অবরোধ’।