Military Training Students : বড় ঘোষণা রাজ্য সরকারের! প্রথম শ্রেণি থেকেই শিশুদের দেওয়া হবে সামরিক প্রশিক্ষণ!

11

ডিজিটাল ডেস্ক, ৩ জুন : অপারেশন সিঁদুরের পর শিশুদের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করতে বড় পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসে ঘোষণা করে দিলেন, দেশভক্তি, নিয়মানুবর্তীতা ও শারীরিক অনুশীলনের অভ্যাস তৈরি করতে রাজ্যের স্কুলগুলিতে প্রথম শ্রেণি থেকেই সেনা প্রশিক্ষণ দেওয়া হবে (Military Training Students)।

মহারাষ্ট্র সরকার দেশের প্রথম রাজ্য হিসেবে স্কুলে প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করার উদ্যোগ নিয়েছে। শিক্ষামন্ত্রী দাদা ভুসে জানিয়েছেন, “শিশুদের মধ্যে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সহায়তা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “এই নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে আরও দক্ষ হয়ে উঠবে, যা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সাহায্য করবে।” সরকার ইতিমধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের শৃঙ্খলাপরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “আমরা চাই, শিক্ষার্থীরা ছোট থেকেই দেশপ্রেম ও শৃঙ্খলার গুরুত্ব বুঝতে শিখুক।” এই পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য সরকার অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের পাশাপাশি ক্রীড়া শিক্ষক, এনসিসি ও স্কাউটসের সহায়তা নেবে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও এই উদ্যোগকে সমর্থন করেছেন এবং দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

শিবসেনা নেতা ও শিক্ষামন্ত্রী দাদা ভুসে জানিয়েছেন, প্রাথমিক সামরিক প্রশিক্ষণে কোনও ঘাটতি না রাখতে সরকার ক্রীড়া শিক্ষক, এনসিসি, স্কাউটসের পাশাপাশি আড়াই লক্ষ প্রাক্তন সেনা কর্মীকে স্কুলে নিয়োগ করবে। তিনি আরও জানান, এই প্রস্তাব ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের কাছে পেশ করা হয়েছে। দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী এই প্রকল্পে যথেষ্ট উৎসাহী এবং তিনি চান যত দ্রুত সম্ভব রাজ্যের স্কুলগুলিতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করা হোক।