ডিজিটাল ডেস্ক, ২৩ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার ব্রিটেন সফরে যাচ্ছেন। ২৪ জুলাই, বৃহস্পতিবার, তিনি ভারত ও ব্রিটেনের বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন। এই চুক্তির জন্য মঙ্গলবার দেশের মন্ত্রিসভা সবুজ সংকেত দিয়েছে। মূল লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানো। ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন দেশের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Modi Britain Tour)।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত চারদিনের এই সফরে প্রধানমন্ত্রী দুটি দেশ সফর করবেন। সফরের শুরুতে ২৩ জুলাই মোদি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের আমন্ত্রণে ব্রিটেন যাবেন। সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মারের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়াও, ভারত ও ব্রিটেনের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি বহুল প্রত্যাশিত মুক্ত বাণিজ্য চুক্তিকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।
জানা গেছে, বহু প্রতীক্ষিত এই মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত থেকে চামড়া, জুতো ও পোশাকের মতো পণ্যের রপ্তানিতে শুল্ক বাতিল করা হবে। অন্যদিকে, ব্রিটেন থেকে আমদানি হওয়া হুইস্কি ও গাড়ির ওপর ভারতের শুল্ক হ্রাস করা হবে। এই চুক্তিতে পরিষেবা খাত, উদ্ভাবন, ও সরকারি ক্রয় সম্পর্কিত বিষয়গুলিও অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের বাণিজ্যমন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করবেন। পরে ব্রিটেনের সংসদের অনুমোদনের পর তা কার্যকর হবে।
এই চুক্তিকে দুই দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। গত তিন বছর ধরে ভারত ও ব্রিটেনের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল, যার মূল লক্ষ্য ছিল উভয় দেশের বাজারে প্রবেশাধিকার সহজ করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও মসৃণ ও উন্নত করা।
যদিও গত তিন বছর ধরে ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলেছে, তবুও এই সময়কালে দ্বিপাক্ষিক বাণিজ্যে ধারাবাহিক উন্নতি লক্ষ্য করা গেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ব্রিটেনে ভারতের রপ্তানি ১২.৬ শতাংশ বেড়ে ১৪.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে, ব্রিটেন থেকে ভারতে আমদানি ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮.৬ বিলিয়ন ডলারে। এর আগের বছরে, অর্থাৎ ২০২৩-২৪ সালে দুই দেশের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২১.৩৪ বিলিয়ন ডলার, যা ২০২২-২৩ সালের ২০.৩৬ বিলিয়ন ডলারের তুলনায় কিছুটা বেশি।