ডিজিটাল ডেস্ক ১৭ই জুলাইঃ আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। কেন্দ্রের শাসক দল বিজেপিকে চাপে রাখতে একগুচ্ছ ইস্যুতে এবারের বাদল অধিবেশনকে উত্তপ্ত করতে চলেছে বিরোধীরা। তারমধ্যে রয়েছে পহেলগাম সন্ত্রাসবাদ হামলায় গোয়েন্দা ব্যর্থতা থেকে অপারেশন সিঁদুর ও ট্রাম্পের বারংবার মধ্যস্থতা দাবি নিয়ে কেন্দ্রের বিবৃতি দাবি, বিহারে নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধন বা SIR, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা ইত্যাদি(Monsoon session In Parliament)।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি জানিয়েছেন শিবসেনা উদ্ধব গোষ্ঠীর সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে ইতিমধ্যেই তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছেন প্রিয়াঙ্কা। ফলে তিনি বাদল অধিবেশনে এবিষয়ে সরকারপক্ষের জবাব চাইতে পারেন বলেই ধারণা রাজধানীর রাজনৈতিক মহলের।
তবে পহেলগাম সন্ত্রাসবাদ হামলা বা ট্রাম্প নিয়ে আলোচনার অনুমোদন দিলেও কেন্দ্রের পক্ষ থেকে SIR নিয়ে বিরোধীদের দাবিকে আদৌ আমল দেওয়া হবে কিনা সন্দেহ। কারণ সেক্ষেত্রে কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তাই সেই সিদ্ধান্ত নিয়ে সংসদে আলোচনার ক্ষেত্রে স্পিকার অনুমোদন নাও দিতে পারেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
অন্যদিকে এই অধিবেশনেই অন্তত আটটি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে চায় শাসক পক্ষ। ঐতিহ্যবাহী স্থান ও সৌধ রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ সংক্রান্ত বিল এই অধিবেশনে আনতে পারে সরকারপক্ষ। এছাড়া বাকি বিলগুলির মধ্যে অন্যতম জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বিল। ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সংস্থায় যে দুর্নীতির অভিযোগ তার মোকাবিলাতেই এই বিল বলে কেন্দ্রের দাবি। পাশাপাশি রয়েছে সংশোধিত খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ বিল, জাতীয় অ্যান্টি ডোপিং সংশোধন বিল, মণিপুর জিএসটি বিল, জন বিশ্বাস (বিধি সংশোধন) বিল, আইআইএম (সংশোধন) বিল, এবং কর আইন (সংশোধন) বিল। আয়কর বিল ২০২৫-ও এই অধিবেশনেই পেশ করতে পারে কেন্দ্র। একইসঙ্গে বাদল অধিবেশনেই মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির পক্ষেও সওয়াল করতে পারে কেন্দ্র।
দুর্নীতির অভিযোগের মুখোমুখি হাইকোর্টের বর্তমান বিচারপতি, বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধেও সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে। বাদল অধিবেশন চলবে আগামী ২১ অগাস্ট পর্যন্ত।