Narendra Modi On Bengal : বাংলায় পা রাখার আগে বিহারের সভা থেকে বাংলাকে স্বপ্ন দেখালেন মোদী

9

ডিজিটাল ডেস্ক, ১৮ জুলাই : শুক্রবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তাঁর প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হবে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে (Narendra Modi On Bengal)। তবে বাংলায় পা রাখার আগে, বিহারের মোতিহারিতে এক জনসভায় অংশ নেন তিনি, যেখানে বক্তৃতার মাঝেই উঠে আসে বাংলা প্রসঙ্গ।

সেই সভায় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে আশ্বাস দেন এবং উল্লেখ করেন রাজ্যের কয়েকটি নির্দিষ্ট জেলার কথা। জলপাইগুড়ির প্রসঙ্গে বলেন, “জয়পুরের মতো পর্যটনের হাব হিসেবে গড়ে তোলা হবে জলপাইগুড়িকে।” একইসঙ্গে বীরভূমের কথাও তুলে ধরেন—যা তৃণমূল নেতা কেষ্ট মণ্ডলের প্রভাববলয়ের এলাকা হিসেবে পরিচিত। মোদী জানান, বেঙ্গালুরুর আদলে আধুনিকভাবে গড়ে তোলা হবে বীরভূম। অর্থাৎ, বাংলার বিভিন্ন অঞ্চলে উন্নয়নের রূপরেখা তুলে ধরেই ভোটের ময়দানে বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী।

বিহারে জনসভা সেরে আজ, শুক্রবার বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ তাঁর অন্ডাল বিমানবন্দরে পৌঁছনোর কথা। সেখান থেকে শুরু হবে তাঁর জোড়া কর্মসূচি—সরকারি সভা ও রাজনৈতিক জনসভা। সঙ্গে রয়েছে প্রায় ৫,৪০০ কোটির উন্নয়ন প্রকল্পের ঘোষণা।

প্রথম পর্যায়ে, সরকারি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের জন্য একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। প্রধান প্রকল্পগুলির মধ্যে রয়েছে—বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য ‘নগর গ্যাস সরবরাহ প্রকল্প’-এর শিলান্যাস এবং দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিমি দীর্ঘ অংশের উদ্বোধন। এছাড়াও, পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিলোমিটার রেলপথে ডাবল লাইনের উদ্বোধন এবং ‘সেতু ভারতম’ প্রকল্পের আওতায় তোপসি ও পাণ্ডবেশ্বরে নির্মিত দুটি রোড ওভার ব্রিজের উদ্বোধনও থাকছে তাঁর কর্মসূচির তালিকায়। সব মিলিয়ে এদিনের সফরে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে বড়সড় বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী।

এই সমস্ত প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে গ্যাস সংযোগের পরিধি বাড়ানো, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে জোর এবং রেল ও সড়ক পরিকাঠামোয় বড়সড় অগ্রগতি ঘটবে—এমনটাই মনে করছে কেন্দ্র। এক কথায়, রাজ্যের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে এই প্রকল্পগুলিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মসূচি শেষ করে বিকেল পৌনে ৪টা নাগাদ প্রধানমন্ত্রী যোগ দেবেন রাজ্য বিজেপির রাজনৈতিক সভায়। প্রায় ৪৫ মিনিট ধরে চলবে এই জনসভা। দলীয় স্তরে এই সভা ঘিরে তৈরি হয়েছে প্রবল উৎসাহ ও উত্তেজনা। দিল্লির বার্তা মেনে রাজ্য বিজেপি নেতৃত্ব ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে নানা প্রস্তুতি নিয়েছে। এদিকে বৃহস্পতিবারই বাংলার সফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাংলাতে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চার বিষয়। বিশ্লেষকদের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মোদীর এই সফর রাজ্য বিজেপিকে নতুন করে উদ্দীপনা দেবে এবং সংগঠনে বাড়তি চাঙাভাব আনবে।