Narendra Modi: বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর, “জবাব দিয়েছি ২২ মিনিটে, ফের হামলা হলে প্রত্যাঘাত হবে আমাদের শর্তে”

12

ডিজিটাল ডেস্ক, ২২ মে: বালাকোট এয়ারস্ট্রাইকের পর ফের রাজস্থানের বিকানের থেকেই প্রকাশ্য জনসভা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ‘অপারেশন সিঁদুরে’র প্রেক্ষাপটে, পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে আক্রমণাত্মক ভঙ্গিমায় বক্তব্য রাখেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “২২ এপ্রিল ধর্মীয় কারণে নির্দোষ মানুষদের হত্যা করা হয়েছিল। আমরা সেই হামলার জবাব দিয়েছি মাত্র ২২ মিনিটে। যদি আবার এমন কিছু ঘটে, তাহলে প্রতিক্রিয়া হবে আরও শক্তিশালী—তাও আমাদের শর্তে।”

ছবি: নরেন্দ্র মোদী

বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে ভার্চুয়ালি ১০৩টি ‘অমৃত ভারত স্টেশন’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের অধীনে দেশের হাজারেরও বেশি রেল স্টেশন আধুনিক রূপ পাচ্ছে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে সম্পূর্ণ হয়েছে ১০৩টি স্টেশনের উন্নয়ন। এসব স্টেশনে রাজ্যের নিজস্ব শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন রাখা হয়েছে।

এই সভায়ই প্রসঙ্গক্রমে উঠে আসে পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর কথা। প্রধানমন্ত্রী বলেন, “যারা ভারতের মা-বোনেদের সিঁদুর মুছে দিতে চেয়েছিল, তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের সেই হামলার বদলা নেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

তিনি জানান, দিল্লিতে বসে নিয়মিত যোগাযোগ রাখছিলেন তিন বাহিনী, প্রতিরক্ষা, বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে। দেশের নিরাপত্তা নিয়ে সরকারের কড়া অবস্থান স্পষ্ট করে মোদি বলেন, “পহেলগাঁও হামলায় গোটা ভারত আহত হয়েছিল। তাই তিন বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। আমরা পাকিস্তানে ঢুকে মেরেছি, এবার ওদের মাটিতে ঢুকে জবাব দিয়েছি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “যারা আমাদের সিঁদুর মুছে দিতে চেয়েছিল, তাদেরকেই আমরা মুছে দিয়েছি। রহিম ইয়ার খান এয়ারবেস এখনও আইসিইউতে রয়েছে।”

বক্তব্যে উঠে আসে তাঁর দেশপ্রেম ও দৃঢ় সংকল্পের বার্তাও: “এই দেশের মাটি শপথ দেয়—ভারতের ক্ষতি হতে দেব না। সিঁদুর যখন বারুদ হয়, তখন দেশ তার জবাব দেখতে পায়। আমার মাথা ঠান্ডা, কিন্তু রক্ত গরম। এটা প্রতিশোধ নয়, এটা ন্যায়ের রূপ। ভারত পরমাণু বোমার হুমকিতে ভয় পায় না।”

এই ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তা ও আত্মরক্ষার প্রশ্নে সরকারের কঠোর অবস্থান ফের একবার স্পষ্ট করে দেন।

Comments are closed.