Narendra Modi World Environment Day : পরিবেশ দিবসে নিজের বাসভবনে সিঁদুরের চারা পুঁতলেন প্রধানমন্ত্রী

14

ডিজিটাল ডেস্ক, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৃক্ষরোপণে সিঁদুরের ছোঁয়া (Narendra Modi World Environment Day)। বৃহস্পতিবার সকালে তিনি ৭ লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে একটি সিঁদুর গাছ রোপণ করেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, গুজরাট সফরে কচ্ছের একদল মহিলা তাঁকে এই চারাগাছ উপহার দিয়েছেন। এই মহিলারা ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বৃক্ষরোপণের দুটি ছবি পোস্ট করেছেন। হিন্দিতে তিনি লিখেছেন, “১৯৭১ সালের যুদ্ধে সাহস ও বীরত্বের এক অসাধারণ উদাহরণ স্থাপন করা কচ্ছের সাহসী মা ও বোনেরা সম্প্রতি আমার গুজরাট সফরের সময় একটি সিঁদুর গাছ উপহার দিয়েছিলেন। আজ, বিশ্ব পরিবেশ দিবসে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে সেই গাছটি রোপণ করার সৌভাগ্য অর্জন করেছি আমি। এই গাছ আমাদের দেশের নারীশক্তির বীরত্ব ও সাহসিকতার প্রতীক।” সংবাদসংস্থা এএনআই প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের একটি পোস্ট সমাজমাধ্যমে শেয়ার করেছে।

২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় ২৬ নিরস্ত্র পর্যটককে হত্যা করে লস্কর-ই-তৈবা (LeT)-র সহযোগী সংগঠন টিআরএফ। এই হামলায় কাশ্মীরের এক স্থানীয় জঙ্গি তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। ৭ মে ভোররাতে, ভারত “অপারেশন সিঁদুর” চালিয়ে পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। এরপর ভারতের সীমান্তবর্তী জনবহুল এলাকা ও সেনাঘাঁটিকে লক্ষ্য করে পাকিস্তান হামলা চালায়। ভারত সেই হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা প্রত্যাঘাত করে, যার ফলে পাকিস্তানের অন্তত ১১টি বিমানঘাঁটি বিধ্বস্ত হয়। ভারতীয় সেনার অভিযানে ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা নিহত হয়। শেষ পর্যন্ত ইসলামাবাদের অনুরোধে নয়াদিল্লি সংঘর্ষবিরতিতে রাজি হয়।

সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানাতে গুজরাট সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গুজরাটের কচ্ছ জেলায় ভারত-পাক সীমান্তের কাছে একটি স্মৃতিউদ্যান গড়ে তোলা হবে, যার নাম ‘সিঁদুর বন’। সরকারি আধিকারিকদের মতে, আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই এই প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হবে। তবে বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপি অপারেশন সিঁদুরের ট্যাগ ব্যবহার করে ভোটের রাজনীতি করছে।