মালদায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল

15

সুমিত ঘোষের কলমে

মালদা, ১৮ এপ্রিল: মালদায় পৌঁছলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। বৈষ্ণবনগর এর পারলালপুর হাইস্কুলে আশ্রয় শিবির পরিদর্শন করেন তারা। ধুলিয়ানে অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। তিন সদস্যের প্রতিনিধি দল বেশ কিছু সময় ধরে স্কুলের ভেতরে শিবিরে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেন।

অশান্তির দিনের ঘটনা, পাশাপাশি বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তাঁরা। দিল্লিতে ফিরে গিয়ে ধুলিয়ানের অশান্তি এবং মালদহের আশ্রয় শিবির সম্পর্কে রিপোর্ট পেশ করবেন তাঁরা। যদিও এদিন সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে আজ সকালেই বন্ধে ভারত এক্সপ্রেসের মালদহে পৌঁছন প্রতিনিধিরা।

জাতীয় মানবাধিকার কমিশন বেরিয়ে যেতেই বিক্ষোভ। পুলিশকে ঘিরে বিক্ষোভ শরণার্থীদের। পার লালপুর হাই স্কুল চত্বরে উত্তেজনা। স্কুল থেকে বাইরে আসতে না দেওয়াই এবং বাইরের আত্মীয়দের ভেতরে ঢুকতে না দেওয়া এই বিক্ষোভ।

সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ কিছু অঞ্চলে। সেই গোলমালে তিন জন নিহত হন। ঘটনার তদন্তে বুধবার সিট গঠন করেছে পুলিশ। অশান্তির জেরে সাময়িক ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও গত ৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় প্রশাসনের উদ্যোগে দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি।

স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। অশান্তি কবলিত এলাকায় জনজীবন স্বাভাবিক করার পাশাপাশি ঘরছাড়া পরিবারগুলিকে ঘরে ফেরাতে বিশেষও উদ্যোগী হচ্ছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকানের তালিকা প্রস্তুত করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হচ্ছে সমীক্ষা রিপোর্ট তৈরির কাজ।

Comments are closed.