New Interest Rate : পিপিএফ, এনএসসি, পোস্ট অফিস এফডির নতুন সুদের হার ঘোষণা!

15

ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : আপনি যদি পিপিএফ, এনএসসি বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনার জন্য এটি গুরুত্বপূর্ণ আপডেট (New Interest Rate)। সরকার ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) জন্য এই স্কিমগুলির নতুন সুদের হার ঘোষণা করেছে। তবে আশ্চর্যের বিষয়, টানা ছয় ত্রৈমাসিক ধরে এই প্রকল্পগুলির সুদের হারে কোনও পরিবর্তন আনা হয়নি। চলুন, দেখে নিই কোন স্কিমে কত সুদ মিলছে এখন।

অর্থ মন্ত্রকের তরফে সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আগের মতোই সুদের হার কার্যকর থাকবে। অর্থাৎ, ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক (১ এপ্রিল থেকে ৩০ জুন)-এর হারের কোনও পরিবর্তন হচ্ছে না।

বিনিয়োগকারীদের জন্য এর তাৎপর্য হল—সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার টানা ছয় ত্রৈমাসিক ধরে অপরিবর্তিত রেখে এক ধরনের স্থিতিশীলতার বার্তা দিচ্ছে। সর্বশেষ পরিবর্তন হয়েছিল ২০২৩-২৪ অর্থবছরের শেষ ত্রৈমাসিকে। এরপর থেকে আর কোনও সংশোধন হয়নি। এর মাধ্যমে বোঝা যায়, সরকার আপাতত এই প্রকল্পগুলিকে স্থির রাখতেই আগ্রহী, সম্ভবত মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক সুদের হারের পরিস্থিতি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সরকার ঘোষিত সুদের হার নিম্নরূপ:
১. সুকন্যা সমৃদ্ধি প্রকল্প – ৮.২% সুদ, কন্যা সন্তানের নামে ভবিষ্যৎ সুরক্ষার উদ্দেশ্যে সেরা বিকল্প।
২. তিন বছরের মেয়াদি ফিক্সড ডিপোজিট – ৭.১%, স্থির ও নিরাপদ রিটার্নের জন্য উপযুক্ত।
৩. পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) – ৭.১%, কর সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য জনপ্রিয়।
৪. পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট – ৪%, দৈনন্দিন তরল সঞ্চয়ের জন্য ব্যবহারযোগ্য।
৫. কিষাণ বিকাশ পত্র (KVP) – ৭.৫% সুদ, ১১৫ মাসে পূর্ণ মেয়াদে দ্বিগুণ বিনিয়োগের সুবিধা।
৬. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) – ৭.৭%, মধ্যমেয়াদী স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদানে নির্ভরযোগ্য।
৭. মাসিক আয় প্রকল্প (MIS) – ৭.৪%, মাসিক রিটার্ন খোঁজেন এমন অবসরপ্রাপ্ত ও বয়স্কদের জন্য উপযোগী।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত থাকায় বিনিয়োগকারীদের জন্য বড় কোনও লাভ বা ক্ষতির সম্ভাবনা নেই। ফলে একদিকে যেমন বিনিয়োগকারীরা খুব স্বস্তি পাননি, তেমনই হতাশাও হতে হয়নি।