ডিজিটাল ডেস্ক, ২ জুলাই : যাত্রীদের ভিড় সামাল দিতে শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখায় আরও ৩টি ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ। নতুন এই পরিষেবাগুলি আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে ডায়মন্ডহারবার শাখায়। কিছুদিন আগেই দক্ষিণ শাখায় পাঁচটি ও বনগাঁ শাখায় পাঁচটি—মোট দশটি বিশেষ লোকাল ট্রেন চালু করা হয়েছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে তেরোতে নিয়ে যাওয়া হচ্ছে (New Local Trains)।
বালিগঞ্জ থেকে শিয়ালদহ ও দমদম পর্যন্ত অতিরিক্ত যাত্রীচাপ কমাতেই রেল এবার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। রেল সূত্রে খবর, সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ডহারবারের মধ্যে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। সেই চাহিদা মেটাতেই এই তিনটি নতুন ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই তাদের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের এক রেলকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে বিমানবন্দর থেকে উত্তর ও দক্ষিণে মেট্রো পরিষেবা চালু হলে এই যাত্রীচাপ আরও নিয়ন্ত্রণে আসবে। তখন বহু যাত্রী বালিগঞ্জ বা দমদম ক্যান্টনমেন্টে নেমেই সহজে গন্তব্যে পৌঁছতে পারবেন।
সোনারপুর থেকে ডায়মন্ডহারবার, ডায়মন্ডহারবার থেকে বালিগঞ্জ এবং বালিগঞ্জ থেকে সোনারপুর—এই তিনটি রুটে চালু হচ্ছে নতুন তিনটি লোকাল ট্রেন। প্রথম ট্রেনটি চলবে সোনারপুর থেকে ডায়মন্ডহারবারের দিকে। এটি সোনারপুর থেকে ছাড়বে ভোর ৫টা এবং পৌঁছবে ডায়মন্ডহারবারে সকাল ৬টা ৫ মিনিটে। দ্বিতীয় স্পেশাল ট্রেনটি ছাড়বে ডায়মন্ডহারবার থেকে সকাল ৬টা ৩০ মিনিটে এবং পৌঁছবে বালিগঞ্জে সকাল ৭টা ৫৬ মিনিটে। তৃতীয় ট্রেনটি চলবে বালিগঞ্জ থেকে সোনারপুরের দিকে। এটি বালিগঞ্জ থেকে রওনা দেবে সকাল ৮টা ১৪ মিনিটে এবং সোনারপুর পৌঁছবে সকাল ৮টা ৩৩ মিনিটে।
নতুন তিনটি লোকাল ট্রেন চালুর পাশাপাশি সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে একটি পুরনো ট্রেনেরও। সোনারপুর-ডায়মন্ডহারবার রুটের ৩৪৮৮২ নম্বর লোকাল ট্রেনটি এখন থেকে ১০ মিনিট আগে ছাড়বে। আগে এই ট্রেনটি সোনারপুর থেকে রওনা দিত সকাল ৪টা ৫০ মিনিটে, এখন তা ছাড়বে সকাল ৪টা ৪০ মিনিটে। একইসঙ্গে, ডায়মন্ডহারবারে ট্রেনটির আগমনের সময়ও এগিয়ে আনা হয়েছে—আগে যেখানে এটি পৌঁছত সকাল ৫টা ৫৫ মিনিটে, এখন পৌঁছবে সকাল ৫টা ৪৫ মিনিটে।