ডিজিটাল ডেস্ক, ৭ মে: অপারেশন সিঁদুরের সফলতার পর, স্বরাষ্ট্রমন্ত্রক দেশের আধাসামরিক বাহিনীর ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে, যাতে সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। বর্তমানে ছুটিতে থাকা জওয়ানদেরও কাজে যোগ দিতে বলা হয়েছে (Operation Sindoor Para Military)। চাণক্যের বাণী—‘শত্রুকে কখনও দুর্বল মনে করবেন না’—এই পরিস্থিতিতে দেশের কৌশলের প্রতিফলন ঘটিয়েছে।
ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযান পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, যা পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। এই হামলায় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের প্রধান ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা অভিযানের ওপর সরাসরি নজর রেখেছিলেন, এবং পরবর্তী দিনে বিদেশসচিব ও সেনা যৌথভাবে সাংবাদিক বৈঠকে এই হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেন। ভারতীয় সেনার ‘প্রিসিশন স্ট্রাইক’ কৌশলের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশনার স্থানগুলো ধ্বংস করা হয়েছে।
ভারতের সামরিক অভিযানের পর পাকিস্তান সরকারের পাশাপাশি সেনাবাহিনী থেকেও হুঁশিয়ারি এসেছে, যে তারা সময় ও পরিস্থিতি অনুযায়ী পাল্টা জবাব দেবে। এরই মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত আধাসামরিক বাহিনীর ছুটি বাতিল করেছে এবং বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি ও সিআইএসএফের সদস্যদের তাদের দায়িত্বে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত সেনা মোতায়েন করার পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকা যেমন জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, যাতে শত্রুর সম্ভাব্য ষড়যন্ত্র প্রতিহত করা যায়। এছাড়া, দেশের রেল স্টেশন, বিমানবন্দর, মেট্রোসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলোর পাশাপাশি সমস্ত রাজ্যের পুলিশবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
Comments are closed.