Pakistan Economic Crisis : ভারতের আঘাত পাক অর্থনীতিতেও? আন্তর্জাতিক মহলে কাতর আর্তি পাকিস্তানের?

11

ডিজিটাল ডেস্ক, ৯ মে: পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি সংকটাপন্ন। আইএমএফের ৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির অংশ হিসেবে, পাকিস্তান ১৫০,০০০ সরকারি চাকরি বাতিল এবং ছয়টি মন্ত্রণালয় বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে রাজস্ব বৃদ্ধি, কৃষি ও রিয়েল এস্টেট খাতকে করের আওতায় আনা এবং ভর্তুকি সীমিত করা।

এই পরিস্থিতিতে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে সাহায্যের আবেদন করা হলে তা সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। তবে, অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার বিদেশি ঋণ ও সহায়তা খুঁজছে (Pakistan Economic Crisis)।

যদিও পাকিস্তানের অর্থনৈতিক বিভাগের এক্স হ্যান্ডেল থেকে আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানানো একটি বিভ্রান্তিকর ঘটনা হিসেবে উঠে এসেছে। পাকিস্তান সরকার এই দাবিকে অস্বীকার করে জানিয়েছে যে, তাদের অর্থনৈতিক বিভাগের এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছে এবং এই ধরনের কোনও আবেদন করা হয়নি।

এই ঘটনার পর, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রক নিশ্চিত করেছে যে, অর্থনৈতিক বিভাগের এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়েছিল এবং এটি সরকারের অনুমোদিত নয়। তবে, পাকিস্তানে এক্স প্ল্যাটফর্মটি ফেব্রুয়ারি ২০২৪ থেকে জাতীয় নিরাপত্তার কারণে নিষিদ্ধ রয়েছে, এবং সরকার এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

প্রসঙ্গত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে শেয়ার বাজারে ধাক্কা। ৫০০ পয়েন্ট নামল সেনসেক্স। নিফটিও নামল ২৪ হাজার পয়েন্টের নিচে।

এর পাশাপাশি সাউথ ব্লকে শুরু জরুরি বৈঠক শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন তিন সেনার প্রধান এবং সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান।

Comments are closed.