Police on Bikash Bhawan Agitation : সংযত ছিল পুলিশ! বিকাশ ভবনে লাঠিচার্জের ঘটনা প্রসঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ
ডিজিটাল ডেস্ক, ১৬ মে : বৃহস্পতিবার রাতে বিকাশ ভবনের সামনে লাঠিচার্জের ঘটনায় পুলিশের অবস্থান স্পষ্ট করলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার (Police on Bikash Bhawan Agitation)। তিনি জানান, “পুলিশ প্রথম থেকেই সংযত ছিল।” লাঠিচার্জের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “গত ১০ দিন ধরে চাকরি হারানো আন্দোলনকারীরা পালা করে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, এবং পুলিশ-প্রশাসন তাঁদের সহযোগিতা করেছে। তবে গতকাল পরিস্থিতি বদলে যায়। আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে বিকাশ ভবন চত্বরে প্রবেশের চেষ্টা করেন। জোরপূর্বক ভিতরে ঢোকার চেষ্টার পাশাপাশি পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। তবুও, তখনও পুলিশ সংযত ছিল।”
পুলিশের দাবি অনুযায়ী, বিকাশ ভবনের কর্মীদের আটকে দেওয়ার পরই পরিস্থিতি বদলে যায়। এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার জানান, “বিকেল পর্যন্ত পুলিশ সংযত ছিল। তবে ছুটি হওয়ার পর প্রায় ৫০০-৬০০ জন বিকাশ ভবনে আটকে পড়েন। তাঁদের বের করার সময় আন্দোলনকারীরা পুলিশের উপর চড়াও হন, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলপ্রয়োগ করতে বাধ্য হয় পুলিশ।” এদিকে, বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে। তাঁর গাড়িরসামনে বেশ কয়েকজন শুয়ে পড়েন, এমনকি তাঁকে ধাক্কা মারার অভিযোগও ওঠে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে সব্যসাচী দত্ত ব্যক্তিগত কাজে বিকাশ ভবনে এসেছিলেন, তখন আন্দোলনকারীরা তাঁকে আটকে দেন।”
প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২৫,৭৩৫ জনের চাকরি বাতিল হয়েছে। আদালত জানিয়েছে, কমিশনকে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। তবে অভিযোগ উঠেছে যে, এর ফলে অনেক ‘যোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীও চাকরি হারিয়েছেন। তাঁদের মধ্যেই একাংশ আন্দোলনে নেমেছেন—কখনও এসএসসি ভবনে, কখনও বিকাশ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করে নিজেদের দাবি জানাচ্ছেন।
Comments are closed.