Puri Rath Yatra 2025 : মাসির বাড়ি পৌঁছতেই পারল না জগন্নাথদেবের রথ?

15

ডিজিটাল ডেস্ক, ২৮ জুন : প্রথম দিনই ভক্তদের বিপুল ভিড় এবং ব্যারিকেড ভেঙে পড়ার কারণে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে পৌঁছতে পারেনি বলরাম, সুভদ্রা ও জগন্নাথের রথ (Puri Rath Yatra 2025)। তবে দ্বিতীয় দিনে ফের নতুন উদ্যমে শুরু হয়েছে রথটানা পর্ব। ইতিমধ্যেই বলরামের রথ পৌঁছে গিয়েছে গন্তব্যে, আর সবার শেষে রওনা হয়েছে জগন্নাথদেবের রথ ‘নন্দীঘোষ’।

রথযাত্রার সূচনা হয় শুক্রবার, সম্পন্ন হয় চিরাচরিত রীতিনীতি মেনে। সবার আগে রওনা দেয় বলরামের রথ ‘তালধ্বজ’, তারপর সুভদ্রার রথ, আর শেষে জগন্নাথদেবের ‘নন্দীঘোষ’। জগন্নাথ মন্দির থেকে গুণ্ডিচা মন্দির বা ‘মাসির বাড়ি’-র দূরত্ব আনুমানিক আড়াই কিলোমিটার হলেও, ভক্তদের ব্যাপক ভিড়ে প্রথম দিন কোনও রথই গন্তব্যে পৌঁছতে পারেনি।

বলরাম ও সুভদ্রার রথ কিছুটা পথ অতিক্রম করলেও, জগন্নাথদেবের রথ ‘নন্দীঘোষ’ মন্দির চত্বর ছেড়েই বেরোতে পারেনি। সেবায়তদের বক্তব্য অনুযায়ী, ইতিহাসে এই প্রথম এতটাই পিছিয়ে পড়েছে মহাপ্রভুর রথযাত্রা। রীতি অনুযায়ী, সূর্যাস্তের পরে রথ টানা নিষেধ—ফলে সন্ধ্যা নামতেই যাত্রা আপাতত স্থগিত রাখতে হয়। আজ শনিবার সকালে ফের শুরু হয়েছে রথ টানার পর্ব। শেষ পাওয়া খবরে, বলরামের রথ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে, তার ঠিক পেছনেই রয়েছে সুভদ্রার রথ। আর সবার শেষে পৌঁছবেন জগন্নাথদেব স্বয়ং।

গ্র্যান্ড রোডের এক গুরুত্বপূর্ণ মোড়ে ভগবান বলরামের রথ ‘তালধ্বজ’ আটকে পড়াতেই রথযাত্রায় বিঘ্ন ঘটে। রথ চালাতে গিয়ে কার্যত সমস্যায় পড়ে যান মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন প্রচুর ভক্ত রথের গণ্ডির মধ্যে ঢুকে পড়েন, ফলে পুরো রথযাত্রাই বাধাপ্রাপ্ত হয়। একই স্থানে আটকে পড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। সূর্যাস্তের পর রথ টানা নিষিদ্ধ থাকায় সেই দিন আর যাত্রা সম্ভব হয়নি। সারারাত দেব-দেবীরা থেকে যান রথেই, মন্দিরের বাইরে। এই ঘটনার জন্য সেবায়তরা প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের মতে, যথাযথ ব্যবস্থা না থাকায় এভাবে রথযাত্রা থমকে যায়। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে শনিবার সকালে ফের শুরু হয়েছে দ্বিতীয় দিনের যাত্রা, আর তাতেই ফের উৎসাহে ভরে উঠেছে রথপথ।