RABINDRA JAYANTI: সম্প্রীতির বার্তা ছড়িয়ে পালিত রবীন্দ্র জয়ন্তী

8

RABINDRA JAYANTI: সবাই মিলে দেশ রক্ষার শপথ নিয়ে বরাক উপত্যকা সহ গোটা রাজ্যজুড়ে পালিত হল ১৬৪ তম রবীন্দ্র জয়ন্তী। সঙ্কটের এই মুহূর্তে সাড়ম্বর আয়োজনকে পাশে সরিয়ে রাখার পক্ষেই ছিল প্রায় সবকটা মঞ্চ।

সম্প্রীতির বার্তা ছড়িয়ে পালিত রবীন্দ্র জয়ন্তী
সবাই মিলে দেশ রক্ষার শপথ রবীন্দ্র জয়ন্তীতে
বরাক, লামডিং সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রবীন্দ্র জয়ন্তী
সাড়ম্বর নয়, সঙ্কটের এই মুহূর্তে অনাড়ম্বর রবীন্দ্র জয়ন্তী
আন্তরিকতায় ছোঁয়া ছিল প্রায় সবকটা মঞ্চেই

প্রতিবারের মতো এবারও শিলচরে বিভিন্ন ক্লাব, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের তরফে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। শহরের প্রাণকেন্দ্র তারাপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে সকাল থেকেই শুরু হয় মাল্যদান, পুষ্পার্ঘ নিবেদন। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিলচর পুরসভা, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং আর্য সংস্কৃতি বোধনী সমিতি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আলাদাভাবে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

শ্রীভূমি শব্দটি প্রথম উচ্চারণ করেছিলেন যিনি সেই কবিগুরুকে কী করে ভুলে থাকতে পারে জেলার মানুষ। শ্রীভূমির শম্ভু সাগর পার্কে বিশ্বকবি স্মরণে তাই বিভিন্ন শিল্পীর দল রবীন্দ্র সংগীত এবং রবীন্দ্র নৃত্য পরিবেশন করে। সকালেই বের হয় এক সাংস্কৃতিক শোভাযাত্রা। শহরের প্রধান-প্রধান এলাকা পরিদর্শনের পর শম্ভু সাগর পার্কে গিয়ে মিলিত হয় শোভাযাত্রা।

হাইলাকান্দিতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা শাখার উদ্যোগে রবীন্দ্র প্রেক্ষাগৃহে তিন দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। ২৫ শে বৈশাখ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ২৮ বৈশাখ পর্যন্ত। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে কবিগুরুর জন্মদিন।

পিছিয়ে ছিল না লামডিংও। তবে রেলশহরে সাড়ম্বর অনুষ্ঠানের পরিবর্তে আন্তরিকতায় ভরা ছিল রবীন্দ্র জয়ন্তী। যুদ্ধ এবং সঙ্কটের এই সময়ে সবাই মিলে দেশ বাঁচানোর শপথ নেন রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে।

লামডিং কলেজ, লামডিং কলেজ এবং বিধানপল্লী Republic Day & Independence Day Celebration Committee র উদ্যোগে আলাদা-আলাদা তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবীন্দ্র জয়ন্তীর এই আবহে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান আয়োজক Republic Day & Independence Day Celebration Committee র এক সদস্যা। এখানেই শেষ নয়, শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতাও পালন করা হয়।

সবমিলিয়ে যুদ্ধ এবং সঙ্কটের এই সময়েও রবিঠাকুরই যে এখনও ভরসা শুক্রবারের রবীন্দ্র জয়ন্তী তারই প্রমাণ।

Comments are closed.