Rahul On India Alliance : বিস্ফোরক রাহুল! মন্তব্যে অস্বস্তি ইন্ডিয়া জোটে!

19

ডিজিটাল ডেস্ক, ২০ জুলাই : সংসদের চলতি অধিবেশনে কেন্দ্রকে চাপে ফেলতে নিজেদের মধ্যে সমন্বয় রেখে একজোট হওয়ার পরিকল্পনা করছে ইন্ডিয়া জোট। অথচ সেই জোটেরই মুখ্য নেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আক্রমণ শানাচ্ছেন জোটসঙ্গী সিপিএমের বিরুদ্ধে। আদর্শগতভাবে বিজেপির প্রবল বিরোধী হলেও, রাহুলের নিশানায় এবার সিপিএম (Rahul On India Alliance)।

রাহুল বলেন, “সিপিএম ও সংঘের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এদের কারও মনেই সাধারণ মানুষের জন্য সহানুভূতি নেই।” তাঁর এই মন্তব্য ঘিরে জোটের ভিতরেই বিরোধের সুর স্পষ্ট হয়ে উঠছে।

শনিবার বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের ভার্চুয়াল বৈঠকের আগে কংগ্রেস ও সিপিএম-এর মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে উঠল রাহুল গান্ধীর এক মন্তব্য ঘিরে। কেরলের কোট্টায়ামে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, “আমি আরএসএস ও সিপিএম—উভয়ের বিরুদ্ধেই আদর্শগত লড়াই চালিয়ে যাচ্ছি। আমার বিরোধ সেই ভাবনার বিরুদ্ধে, যা এরা বহন করে।” তিনি আরও বলেন, “আমার সবচেয়ে বড় অভিযোগ, এই দুই সংগঠনেরই মানুষের প্রতি কোনও সহানুভূতি নেই। আপনি যত বড় ভাষণই দিন না কেন, যদি মানুষের প্রতি মমতা না থাকে, যদি মানুষের সঙ্গে একাত্ম হওয়ার হৃদয় না থাকে, তাহলে আপনি প্রকৃত নেতা হতে পারেন না।” রাহুলের এই বক্তব্যকে কেন্দ্র করে জোটের অন্দরে অস্বস্তি বাড়তে শুরু করেছে।

রাহুল গান্ধীর মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। এক বিবৃতিতে দল জানায়, “আরএসএস ও সিপিআইএম-কে একসঙ্গে তুলনা করে রাহুল গান্ধী একদিকে যেমন হাস্যকর, তেমনই নিন্দনীয় মন্তব্য করেছেন। তিনি যেন ভুলে যাচ্ছেন, কেরলে গেরুয়া শক্তির বিরুদ্ধে প্রকৃত লড়াইটা কারা চালাচ্ছে।” সিপিএম-এর বক্তব্য, “আরএসএসের সন্ত্রাস রুখতে গিয়ে আমাদের বহু কর্মী প্রাণ দিয়েছেন। অথচ কেরলে কংগ্রেস প্রায়শই আরএসএসের সুরেই কথা বলে, বিশেষ করে কমিউনিস্ট বিরোধিতার সময়। রাহুল গান্ধী কেরলে পা রেখেই যেন সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন।”

তবে রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্য সত্ত্বেও ‘ইন্ডিয়া’ জোটের মঞ্চে সিপিএমের উপস্থিতি বজায় ছিল। শনিবার অনুষ্ঠিত জোটের ভার্চুয়াল বৈঠকে অংশ নেন সিপিএমের পক্ষে সাধারণ সম্পাদক এম এ বেবি। তবে ওই বৈঠকেও রাহুলের মন্তব্যের প্রতিক্রিয়া পরোক্ষভাবে প্রতিফলিত হয়। সিপিআই নেতা ডি রাজা, নাম না করে রাহুলকে সতর্ক করে বলেন, “সমালোচনারও একটা সীমা থাকা উচিত। এমন মন্তব্য ভুল বার্তা দেয় এবং ঐক্যে ফাটল ধরাতে পারে।” এই মন্তব্য থেকে স্পষ্ট, জোটের ঐক্য রক্ষায় সিপিএম আপাতত সংযম দেখালেও, অস্বস্তি একেবারেই পিছু ছাড়ছে না।