ডিজিটাল ডেস্ক, ২১ মে : প্রাক্তন তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেনের ডিগ্রি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে যে তিনি রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে বিদেশি ডিগ্রি ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে বুধবার তাঁকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে হাজির হতে বলা হয়, এবং সেইমতো তিনি সেখানে উপস্থিত হন। সেখান থেকে বেরিয়ে শান্তনু সেন দাবি করেন যে তিনি কোনো নিয়ম লঙ্ঘন করেননি। তবে, তিনি উল্টে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন (Santanu Sen on Medical Council)।
প্রাক্তন তৃণমূল রাজ্যসভার সাংসদ এবং বর্তমান ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সম্পাদক চিকিৎসক শান্তনু সেনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আরজি কর কাণ্ডের পর তাঁর সঙ্গে রাজ্যের শাসকদলের দূরত্ব বেড়েছে। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে তিনি এফআরসিপি গ্লাসগো ডিগ্রি ব্যবহার করছেন। কাউন্সিলের দাবি, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত না করে কোনো ডিগ্রি ব্যবহার করা যায় না, অথচ শান্তনু সেন সেটাই করেছেন। এই প্রসঙ্গে তাঁকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল তলব করেছে, এবং নির্দেশ অনুযায়ী তিনি আজ সেখানে উপস্থিত হন।
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে বেরিয়ে চিকিৎসক শান্তনু সেন জানান, “এফআরসিপি ডিগ্রি নথিভুক্ত করার জন্য একাধিকবার কাউন্সিলকে চিঠি দিয়েছি। নিয়ম অনুযায়ী ভেরিফিকেশন ও রেজিস্ট্রেশনের ফিও জমা করেছি। তিনি আরও বলেন, “সম্প্রতি দু’বার আরটিআই করেছি, কিন্তু এখনো কোনো উত্তর পাইনি। আমি কোনো নিয়ম লঙ্ঘন করিনি।” তবে তাঁর প্রশ্ন, “এরপরও আমাকে কেন চিঠি পাঠানো হল, তা যাঁরা পাঠিয়েছেন, তাঁরাই ব্যাখ্যা দিতে পারবেন।”
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রতি কিছুটা কটাক্ষ করে শান্তনু সেন বলেন, “আমার কাছ থেকে কয়েকটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল, কিন্তু আমি প্রয়োজনের চেয়েও বেশি তথ্য-প্রমাণ জমা দিয়েছি।” তিনি আরও মন্তব্য করেন, “যাঁরা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দায়িত্বে রয়েছেন, তাঁদের মেডিক্যাল কাউন্সিল অ্যাক্টের প্রতিটি ধারা যথাযথভাবে মেনে চলা উচিত।” এ প্রসঙ্গে তিনি দাবি করেন, “যাঁরা আমাকে ডেকে পাঠিয়েছেন, তাঁদের গাফিলতির কারণেই আমার বিদেশি ডিগ্রি নথিভুক্ত হয়নি।” তবে, রাজনীতির শিকার হয়েছেন কি না—এই প্রশ্নে মন্তব্য করতে অস্বীকার করেন শান্তনু সেন।
Comments are closed.