SIR Election Commission: বিরোধীরা কি ভোট বয়কট করবে? বিহার সহ বাংলায় বিতর্কের মুখে SIR

115

ডিজিটাল ডেস্ক ২৪শে জুলাইঃ বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, বিহারে ভোটার তালিকা সংশোধনের পর ৫৬ লক্ষের নাম বাদ পড়তে চলেছে। নির্বাচন কমিশনের এই ‘SIR’ নিয়েই সরব হয়েছে বিরোধীরা। আরজেডি ও অন্য বিরোধীরা বিহার বিধানসভার বাদল অধিববেশনে আলোচনার আবেদন জানিয়েছে(SIR Election Commission)।

এ পরিস্থিতিতে বিহারের বিধানসভা নির্বাচনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা না করার জল্পনা নিয়ে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বলেন, “কেন্দ্রের শাসকদল বিজেপির নির্দেশে কাজ করছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে নির্বাচন করা অর্থহীন।” বিজেপিকে তোপ দেগে তাঁর বক্তব্য, “ভুয়ো ভোটার তালিকা ব্যবহার করে বিজেপি যদি সরকার চালাতে চায়, তাহলে তাদের সরকারের মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক। যদি পুরো প্রক্রিয়াই অসৎ হয়, তাহলে নির্বাচনের দরকার কি?”

তাঁরা কি ভোট বয়কট করবেন? এই প্রশ্নের উত্তরে তেজস্বী বলেন, “বয়কট একটা অপশন। কিন্তু, আমরা তা নিয়ে ভাবব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জোটসঙ্গী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলব।”

বেশকিছু দিন আগেই হরিয়ানা এবং অসম থেকে এ রাজ্যকে চিঠি পাঠানো হয়েছিল এই ইস্যুতে। সঙ্গে সব মিলিয়ে ৫৩ জন সন্দেহভাজনের নাম। ওই ব্যক্তিদের বাংলাদেশি সন্দেহ করে তাঁদের সম্পর্কে তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটি জেলার নাম উল্লেখ করে মমতার প্রশ্ন, ‘‘এরা কী চাইছে? এ ভাবে বাংলাকে দখল করবে?’’ তবে মমতার আশ্বাস, ‘‘ভয় পাবেন না। সরকার নিজেদের মতো কাজ করছে।’’ অনেকের মতে, একুশে জুলাইয়ের সমাবেশের পরের দিন থেকেই ‘ভাষা সন্ত্রাস’ নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ঝাঁজ বাড়ালেন মমতা।

শুধু অসম নয়, মমতা দাবি করেন হরিয়ানা সরকারও বাংলার ৫২ জন শ্রমিকের তালিকা-সহ চিঠি পাঠিয়েছে। তাঁদের বাংলাদেশি হিসাবে সন্দেহে করে চিঠি পাঠানো হয়েছে বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এ বার জেলা ধরে ধরে ‘আক্রমণ’ করা হচ্ছে। কোন কোন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে শ্রমিকদের তালিকা-সহ চিঠি পাঠানো হয়েছে, তা-ও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কিছু জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে চিঠি পাঠিয়েছে হরিয়ানা সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুসারে উল্লেখিত ব্যক্তিদের নাম যাচাই করে তাঁদের সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে, এমনই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিরোধীদের উদ্বেগ নিয়ে কমিশন কোনও বক্তব্য রাখছে না বলে তোপ তাগেন তেজস্বী। তিনি দাবি করেন, প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচিত করত। এখন সরকার ভোটার বেছে নেয়।”

নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে,SIR একটি সাংবিধানিক দায়িত্ব। তাদের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ভোটাররা সন্তুষ্ট। প্রকৃত ভোটার হওয়ার পরও যদি কারও নাম বাদ যায়, তবে তিনি নিজের নাম তালিকায় তোলার পরে সুযোগ পাবেন বলে কমিশন জানিয়েছে।