Sonia Gandhi Meeting : বাদল অধিবেশনের আগে আজ বৈঠকে সোনিয়া গান্ধী

12

ডিজিটাল ডেস্ক, ১৫ জুলাই : বাদল অধিবেশনের আগে আজ সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আগামী একুশে জুলাই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। চলবে একুশে অগাস্ট পর্যন্ত। অধিবেশনে সংসদের রণকৌশল কী হবে তা ঠিক করতেই বাদল অধিবেশনের এক সপ্তাহ আগে দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষের প্রবীণ সাংসদরাই উপস্থিত থাকবেন এই বৈঠকে (Sonia Gandhi Meeting)।

কংগ্রেস ইতিমধ্যেই কমিশনের সিদ্ধান্ত অসাংবিধানিক অভিযোগ করে বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন বাতিলের দাবি তুলেছে। ভোটারদের ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের অভিযোগ। ফলে এই ইস্যুতে বিরোধীরা এবার সংসদ উত্তাল করে তুলতে পারেন বলেই মনে করা হচ্ছে। সঙ্গে রয়েছে আরও বেশ কয়েকটি বিষয়। বিরোধীদের দাবি মেনে সংসদের বিশেষ অধিবেশনে সায় দেয়নি কেন্দ্র। ফলে সবকটি ক্ষেত্রেই সংসদের উভয় কক্ষে কেন্দ্রের শাসক দলকে চাপে রাখতে চায় কংগ্রেস। সেই কারণেই দলের স্ট্র্যাটেজি নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অপারেশন সিঁদুরের “ত্রুটি ও ক্ষতি” এবং ভারত-পাকিস্তান সংঘর্ষে ট্রাম্পের দাবি থেকে ২০২৬-এ পাঁচ রাজ্যে ভোটের আগে কমিশনের নিবিড় সংশোধন বা সংসদে জোটসঙ্গীদের সঙ্গে কক্ষ সমন্বয় সব নিয়েই দলীয় কৌশল নির্ধারণের পালা। সংসদে যে বিষয়গুলি নিয়ে শাসক দল বিজেপির ওপর চাপ তৈরি করতে চায় সেগুলি নিয়ে কৌশল চূড়ান্ত হয়ে গেলে, কংগ্রেস অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কথা বলে বাদল অধিবেশনের জন্য একটি যৌথ কর্মসূচি তৈরি করার পরিকল্পনা করবে।