SSC Updates: চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার! গেট ভেঙে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা

17

ডিজিটাল ডেস্ক, ১৫ মে : ফের রাস্তায় নামল এসএসসির [SSC] চাকরিহারারা। বিকাশ ভবনের দুটি গেটেই অবস্থান চাকরিহারারা শিক্ষক শিক্ষিকাদের। বৃহস্পতিবার সকালে বিকাশ ভবন অভিযানে শামিল হন তাঁদের একাংশ। আর এই অভিযান ঘিরেই তুলকালাম বেঁধে যায় সল্টলেকে। ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা চালায় তারা। তবে পুলিশ প্রাথমিকভাবে তাদের প্রতিহত করে।

চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান

রাজ্য সরকারের আশ্বাসের পরেও কোনও আইনি পদক্ষেপ হয়নি দাবি চাকরিহারারা শিক্ষক শিক্ষিকাদের। বৃহস্পতিবার বিকাশ ভবনে অভিযান চালিয়েছেন ২৬ হাজার চাকরিহারা এসএসসি শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। সুপ্রিম কোর্টের [Supreme Court] নির্দেশে তাঁদের চাকরি বাতিলের সিদ্ধান্ত স্থগিত হলেও, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা এই পদক্ষেপ নেন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর [Bratya Basu] সঙ্গে সাক্ষাৎ করার পরেও কোনো আইনি পদক্ষেপের অগ্রগতি না হওয়ায় হতাশ চাকরিহারা কর্মীরা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশন দাখিলের আশ্বাস দেওয়া হলেও, বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে, তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং তাঁরা আইনি লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।

চাকরিহারা কর্মীরা জানান, তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। এরপরই তাঁরা বিকাশ ভবনে অভিযান চালিয়ে তাঁদের অবস্থান জানান দেন। তাঁদের দাবি, যতদিন না তাঁদের চাকরি পুনর্বহাল হচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

মূলত চাকরিহারাদের সাত দফা দাবি রয়েছে। এক, সসম্মানে তাঁদের চাকরি ফেরানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। রিভিউ-সহ অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশমতো নিয়োগপ্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে চাকরিহারাদের সঙ্গে কথা বলতে হবে শিক্ষা দফতরকে। রিভিউয়ের বিষয়েও সরকারকে চাকরিহারাদের সঙ্গে কথা বলতে হবে। আরও জানানো হয়েছে, একই চাকরির জন্য বার বার যোগ্যতার পরীক্ষা তাঁরা দেবেন না। প্রয়োজনে রাজ্য সরকারকে স্বতন্ত্র ক্ষমতা প্রয়োগ করে নতুন প্যানেল প্রকাশ করে বৈধ উপায়ে ‘যোগ্য’দের চাকরি ফিরিয়ে দিতে হবে।

এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের রায়ে এসএসির ২০১৬ সালের প্যানেল বাতিল হয়েছে। চাকরিহারা হন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পরে রায়ের কয়েকটি দিক পরিবর্তনের জন্য আবেদন করা হলে আদালত ‘অযোগ্য বলে প্রমাণিত নন’ শিক্ষকদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেয়। তাঁরা বেতনও পাচ্ছেন। তারপরেও এদিন বিকাশ ভবন অভিযান করল চাকরিহারারা।

Comments are closed.