SSC Protest Update : শিক্ষামন্ত্রী দেখা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের, ডেডলাইন সোমবার
ডিজিটাল ডেস্ক, ২৪ মে : ই-মেল পাঠিয়েছেন, চিঠিও লিখেছেন, তবু সাক্ষাতের সুযোগ মেলেনি। তাই আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার দাবি জানালেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। যদি এই সময়ের মধ্যে তাঁদের দাবি পূরণ না হয়, তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা (SSC Protest Update)। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারীরা। পরিস্থিতি কোন পথে মোড় নেয়, এখন সেটাই দেখার।
শুক্রবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬-র সদস্যরা সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া এলাকায় অবস্থান বিক্ষোভ চালাতে পারবেন। নির্দিষ্ট পর্যায়ে একসঙ্গে ২০০ জন পর্যন্ত উপস্থিত থাকতে পারবেন। পাশাপাশি, প্রশাসন প্রয়োজন অনুযায়ী অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করতে পারে। এছাড়া, বায়ো টয়লেট ও পানীয় জলের সুবিধাও নিশ্চিত করতে হবে। শনিবার, অর্থাৎ আজ ধর্নার ১৮তম দিন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা জানান, এবার তাঁদের ইস্যু সংসদে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়ে তাঁরা সমস্ত সাংসদের উদ্দেশ্যে সমস্যার বিস্তারিত বিবরণ দিয়ে চিঠি পাঠাবেন।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, শনিবার থেকে বিকাশ ভবন চত্বর ছেড়ে যাচ্ছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা। তবে তাঁদের দাবি, নির্ধারিত স্থানে যথাযথ পরিকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তাঁরা বিকাশ ভবনের সামনেই অবস্থানে থাকবেন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা ২০১৬ সালের এসএসসি নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। বিকাশ ভবনের সামনে তাঁদের অবস্থান-বিক্ষোভ চলছিল। গত বৃহস্পতিবার এই আন্দোলনস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়, যার মধ্যে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে।
যদিও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, পুলিশ যথেষ্ট ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিল। তাঁর বক্তব্য, আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় পুলিশ বাধ্য হয়ে পদক্ষেপ নেয়। পরিস্থিতির ভবিষ্যৎ রূপ কী হবে, তা এখন নজরদারির বিষয়।
Comments are closed.