ডিজিটাল ডেস্ক ৯ই জুলাইঃ পুনের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটিওরোলজি’–র (আইআইটিএম) রেকর্ড অনুযায়ী,কলকাতা এর আগে শেষবার ভারী বৃষ্টি পেয়েছিল ২০২৪–এর ৬ জুলাই। সে দিন শহরে বৃষ্টির পরিমাণ ছিল ৭০.৭ মিমি। আইআইটিএম জানাচ্ছে,২০২১–এর পর থেকে এখনও পর্যন্ত এই ৮৯.৬ মিমি বৃষ্টিপাতই ২৪ ঘণ্টার সর্বোচ্চ বৃষ্টিপাতের নজির। ৬ মে ২০২৪–এর পর ৮ জুলাই ২০২৫ গুনে গুনে ৪২৯ দিন পরে ভারী বৃষ্টি দেখল কলকাতা। কোনও নির্দিষ্ট এলাকায় ২৪ ঘণ্টায় ৬৫ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে ‘ভারী বৃষ্টি’বলা হয়। এখনই কাটছে না দুর্যোগের মেঘ(Today Weather Update)। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে নিম্নচাপের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বৃষ্টি জারি থাকবে। মঙ্গলবার ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আরও সাতদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও।
রাজ্যে গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ।
দক্ষিণবঙ্গে
উলুবেরিয়া(হাওড়া) ১১০ মিলিমিটার
দমদম(উত্তর ২৪ পরগনা) ১০০মিলিমিটার
আমতা(হাওড়া) ১০০ মিলিমিটার
বসিরহাট(উত্তর ২৪ পরগনা) ৯০ মিলিমিটার
সল্টলেক(উত্তর ২৪পরগনা) ৯০ মিলিমিটার
আলিপুর(কলকাতা) ৮০ মিলিমিটার
ব্যারাকপুর(উত্তর ২৪ পরগনা) ৮০মিলিমিটার
কাকদ্বীপ(দক্ষিণ চব্বিশ পরগনা) ৮০মিলিমিটার
ক্যানিং (দক্ষিণ চব্বিশ পরগনা) ৭০মিলিমিটার
তারকেশ্বর(হুগলি) ৭০মিলিমিটার
ঝাড়গ্রাম ৬০মিলিমিটার
খড়গপুর(পশ্চিম মেদিনীপুর) ৫০ মিলিমিটার
লালগড়(ঝাড়গ্রাম) ৫০মিলিমিটার
ফুলবেড়িয়া(পুরুলিয়া) ৪০মিলিমিটার
উত্তরবঙ্গে
ওয়াসাবাড়ি(জলপাইগুড়ি) ৩০ মিলিমিটার
ঘিস (জলপাইগুড়ি) ৩০ মিলিমিটার
সেবক (দার্জিলিং) ২০ মিলিমিটার
কালিম্পং ২০ মিলিমিটার
কোচবিহার ২০ মিলিমিটার
ওদলাবাড়ি(জলপাইগুড়ি) ২০ মিলিমিটার
মঙ্গলবারের মতো বুধবারও রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নিম্নচাপের পাশাপাশি সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্তও। এটি আগামী ৪৮ ঘণ্টা উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিসগড়ের দিকে এগোচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখাটি ভাতিন্ডা,রোহতক,কানপুর,ডালটনগঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র বরাবর দক্ষিণ পূর্বে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর সঙ্গে দোসর রাজ্যের সক্রিয় মৌসুমি বায়ু। ফলে সপ্তাহভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।