ডিজিটাল ডেস্ক ১০ই জুলাইঃ টানা বৃষ্টিতে এমননিতেই নাজেহাল রাজ্যবাসী। এখনও ‘মুখ গোমড়া’আকাশের। বিরামহীন বৃষ্টি,জমা জলে অফিস-কাছারি যাওয়া আসা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় সকলেরই প্রশ্ন কবে কমবে ভারী বৃষ্টি? খানিক বিরতি মিলবে কবে? আবহাওয়াবিদরা জানাচ্ছেন বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর রয়েছে নিম্নচাপ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিমি উপর পর্যন্ত বিস্তৃত এই সাইক্লোনিক সার্কুলেশন ধীরে ধীরে উত্তর- পশ্চিমে দিকে সরবে। তবে জানা যাচ্ছে আস্তে আস্তে নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় সম্ভবনা,বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ একাধিক জেলার আকাশ কিছুটা পরিষ্কার হবে। তবে ঝলমলে রোদের দেখা মিলবে না। এ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু সপ্তাহান্তে ফের হাওয়া বদলের পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে(Today Weather Update)।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮০–৯৫ শতাংশ। বৃষ্টিপাত ২.৫ মিমি। দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আকাশ থাকবে মেঘলা অথবা আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদায়। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। বুধবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।
এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, কর্ণাটক, কঙ্কণ ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ওড়িশায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, পন্ডিচেরি, উত্তরাখণ্ড, সিকিম ও রাজস্থানে।