ডিজিটাল ডেস্ক ১৩ই জুলাইঃ টানা বৃষ্টির রেশ কাটতে না–কাটতে ঘূর্ণাবর্তের হাত ধরে ফের সক্রিয় হতে চলেছে বর্ষা। আজ,রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার-মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে(Today Weather Update)। হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির থেকে শিখর, জামশেদপুর হয়ে বঙ্গে কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
কলকাতার আবহাওয়া
আজ মূলত মেঘলা আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রয়েছে। আজ কলকায় সর্বোচ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। খানিকটা ঝোড়ো হাওয়াও বইবে ১১-১২ কিমি বেগে কোলকাতা সহ শহরতলি জুড়ে।
উত্তর ছত্তিসগড়েও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন এই দুটির মিলিত প্রভাবের ফলে আগামী সপ্তাহে টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায়। মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। সমুদ্র উত্তাল থাকবে বলে, রবিবার থেকে আগামী পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। আজ রবিবার, কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে। দুপুরের পর থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকছে। জলীয় বাষ্পের জেরে আর্দ্রতার অস্বস্তিও থাকবে।
উত্তরবঙ্গেও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি,কোচবিহার,আলিপুরদুয়ারে। তবে কমবেশি বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। তা চলতে পারে বুধবার পর্যন্ত।
এ দিকে বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ফুঁসছে শিলাবতী,কংসাবতী। জল বাড়ছে দ্বারকেশ্বর,রূপনারায়ণেও। মাইথন,পাঞ্চেত ব্যারাজ থেকে ৪৯ হাজার কিউসেক জল ছাড়ার ফলে চাপ বাড়বে দুর্গাপুর ব্যারাজের। ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারাজ থেকেও ৬৭ হাজার ২৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর থেকে। ফলে কলকাতা পার্শ্ববর্তী হুগলি, হাওড়াতেও বাড়ছে চাপ। সেচমন্ত্রী মানস ভুঁইয়া শনিবার পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া গিয়ে ভাঙন পরিস্তিতি এবং বন্যা প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠক করেন জেলা প্রশাসনের সঙ্গেও।