Trump-Nato With Russia:ট্রাম্পের সুরেই ন্যাটো ? রাশিয়ার সঙ্গে বাণিজ্যে গুনতে হবে জরিমানা !

10

ডিজিটাল ডেস্ক ১৬ই জুলাইঃ রাশিয়া চরম শত্রু!এমনটাই বারবার বলতে চাইছে আমেরিকা। এবার আরও একধাপ এগিয়ে কড়া হুঁশিয়ারি দিল ন্যাটো। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে ফল ভুগতে হবে। নিষেধাজ্ঞা চাপানো হবে। ১০০ শতাংশ নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক জরিমানাও চাপানো হতে পারে রাশিয়ার বন্ধু দেশগুলির উপর। এমনটাই জানালেন ন্যাটো প্রধান মার্ক রুট্টে। ভারত, চীন ও ব্রাজিলকে সাবধান করে দিয়েছেন তিনি। রাশিয়ার সঙ্গে কোনও ব্যবসাই করা চলবে না বলে সাফ জানিয়েছেন ন্যাটো প্রধান(Trump-Nato With Russia)।

এই ইস্যুতে তিন দেশের নাম করে রুট বলেন,“ভারতের প্রধানমন্ত্রী,চিনের প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রেসিডেন্ট, আপনারা যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, ওদের থেকে তেল ও গ্যাস কেনেন সেক্ষেত্রে আপনাদের উপর ১০০ শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে। আপনারা জানেন মস্কোর ওই ব্যক্তি (ভ্লাদিমির পুতিন) কোনও রকম শান্তি আলোচনাকে গুরুত্ব সরকারে নেন না।” একইসঙ্গে এই তিন দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে তাঁর বার্তা, পুতিনকে শান্তি আলোচনায় বসার জন্য তার উপর চাপ বাড়ান। রুট বলেন, “দয়া করে ভ্লাদিমির পুতিনকে ফোন করুন এবং তাঁকে বলুন যে তাঁকে শান্তি আলোচনার বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে। অন্যথায় এই নিষেধাজ্ঞা ব্রাজিল, ভারত এবং চিনের উপর ব্যাপকভাবে আঘাত হানবে।”

এর পরেই তিন দেশের নেতাদের শান্তি আলোচনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘চাপ দেওয়ার’ আহ্বান জানান রাট। তিনি বলেন,‘‘ রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করুন এবং তাঁকে বলুন, শান্তি আলোচনার বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে।’’

এর আগে মঙ্গলবারই রাশিয়া এবং তার বাণিজ্যিক অংশীদারদের উপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কিভের সঙ্গে শান্তি সমঝোতায় আসার জন্য মস্কোকে ৫০ দিন সময় দিয়েছিলেন তিনি। পাশাপাশি, ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তাও ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই হুঁশিয়ারির এক দিন পরেই নেটোর মহাসচিবের এই মন্তব্য। সোমবার নেটোর মহাসচিব রাটের সঙ্গে বৈঠকও করেন ট্রাম্প। সেখানে তিন বছর ধরে চলে আসা রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাঁদের।

প্রসঙ্গত, ভারতের প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশেরও বেশি আসে বাইরে থেকে। গত কয়েক বছর ধরে তেল আমদানির জন্য মস্কোর দিকে ঝুঁকেছে নয়াদিল্লি। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়া থেকে ভারত ৩৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করেছে। সম্প্রতি ইরান-ইজ়রায়েল সংঘর্ষের আবহে বিশ্বের জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় রাশিয়ার থেকে তেল আমদানি আরও বাড়িয়েছে ভারত। বাণিজ্যিক জাহাজের পরিসংখ্যান বিশ্লেষণকারী সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুসারে, গত জুন মাসেই রাশিয়া থেকে দৈনিক ২০.৮ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারতের শোধনাগারগুলি। সেই আবহে ভারতকে হুঁশিয়ারি দিল নেটো।