ডিজিটাল ডেস্ক ২১শে জুলাইঃ আজ একুশে জুলাই। কলকাতায় তৃণমূলের শহীদ দিবস,অপরদিকে আজ শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান। একদিনেই রাজ্যে দুটি বড় অনুষ্ঠান। একটি শাসকদলের অপরটি বিরোধী দলের।
আজ কলকাতায় শহীদ দিবসের দিন আইন শৃঙ্খলা জনিত সমস্যার কারণে শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযানে অনুমতি দেয়নি রাজ্য সরকার। আইনশৃঙ্খলার সমস্যা দেখিয়ে রাজ্য সরকার বিজেপির এই কর্মসূচিতে বাধা দেয়।এরপর আদালতের দ্বারস্থ হয় বিজেপি যুব মোর্চা। আদালত বিজেপি যুব মোর্চার এই কর্মসূচিতে রায় দেয়(Uttarkanya Campaign)।
আজ শিলিগুড়িতে বিজেপির উত্তর কন্যা অভিযানে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁ। ওনারা জানান দুপুর বারোটা নাগাদ শুরু হবে মিছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হবে এই উত্তর কন্যা অভিযান। উত্তরকন্যা অভিযান নিয়ে পুলিশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি যুব মোর্চা। বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে শর্তসাপেক্ষে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, সর্বোচ্চ দশ হাজার কর্মী অংশগ্রহণ করতে পারবেন এই কর্মসূচিতে। তবে নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকেই আয়োজন করতে হবে এই কর্মসূচি।
একক বেঞ্চের স্পষ্ট নির্দেশ,এক একটি গ্রুপে সর্বোচ্চ ১০০ জন করে থাকতে পারবেন। অর্থাৎ একেকটি মিছিলে থাকবেন সর্বোচ্চ ১০০ জন। গোটা কর্মসূচি আয়োজন করতে হবে শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে নির্ধারিত এলাকায়। সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যেই শেষ করতে হবে কর্মসূচি। এই কর্মসূচিতে দশ হাজার মানুষ যোগ দিতে পারবেন। নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দিতে হবে পুলিশকে। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রতিটি ১০০ জনের মিছিল বা গ্রুপের সামনে ও পিছনে পুলিশ ভ্যান মোতায়েন থাকবে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে।
এই মুহূর্তে চলছে মঞ্চ তৈরির শেষ কাজ। শেষ মুহূর্তের কাজ খতিয়ে দেখছেন বিজেপি নেতৃত্ব এবং যুব মোর্চা নেতৃত্ব। চুনা ভাটির মঞ্চে মিছিল করে আসবেন দশ হাজার বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থক। মিছিল শুরু হবে তিন বাত্তি মোড় থেকে।
উত্তর কন্যার সামনে পুলিশ ব্যারিকেড তৈরি করেছে।
মিছিল সোজা তিন বাত্তি মোড় থেকে চুনাভাটি যেতে দেওয়া হবে। কোন মতেই উত্তর কন্যার পথে ঢুকতে দেওয়া হবে না মিছিল। কেবলমাত্র শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ নয় বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে পুলিশ।
শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহা।