Vidyasagar University Question Paper Problem : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফের প্রশ্ন বিভ্রাট

14

ডিজিটাল ডেস্ক, ১১ জুলাই : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আবারও প্রশ্নপত্র ঘিরে বিতর্ক! ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করার বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বাতিল করা হল ষষ্ঠ সেমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা (Vidyasagar University Question Paper Problem)।

শুক্রবার হওয়া রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা। প্রাথমিকভাবে জানা গেছে, প্রশ্নপত্রে সিলেবাসের বাইরের বিষয় থেকে প্রশ্ন থাকায় পরীক্ষাটি বাতিল করা হয়েছে। তবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিপ্লব চক্রবর্তী জানিয়েছেন, পরীক্ষাটি বাতিলের পিছনে রয়েছে ‘কিছু টেকনিক্যাল সমস্যা’।

উল্লেখ্য, এর আগে গত বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের ষষ্ঠ সেমেস্টারের সি-১৪ পেপার— মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই প্রশ্নপত্রে ‘ক’ বিভাগের ১২ নম্বর প্রশ্নে লেখা ছিল: “মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম লিখুন, যাঁরা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয়েছিলেন?” এই প্রশ্ন ঘিরেই শুরু হয় বিতর্ক, কারণ স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলে চিহ্নিত করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষামহল ও ছাত্রছাত্রীদের মধ্যে।

প্রশ্নপত্র ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়তেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। ইতিহাস অনার্সের প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করার ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলায় শিক্ষামহলে নিন্দার ঝড় ওঠে।

এই ঘটনায় সরব হন শিক্ষাবিদ ও অধ্যাপক মহল। খোলাখুলি ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। সমালোচনার মুখে পড়ে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাখ্যা দেয়, এটি মুদ্রণ বিভ্রাটের ফল। তবে সেই ব্যাখায় বিতর্ক থামেনি। শহিদ প্রশস্তি সমিতির তরফে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইমেল করে ক্ষোভ জানানো হয়। এরপর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে উপাচার্য ঘটনার জন্য ক্ষমা চান। এরই মধ্যে আবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র বিভ্রাট ও পরীক্ষা বাতিলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলছেন শিক্ষামহল ও ছাত্রসমাজ।