ডিজিটাল ডেস্ক, ১৯ মে : বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির সঙ্গে সোমবার ‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাক উত্তেজনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। সোমবার বিকেল ৪টায় সংসদ ভবনে শুরু হওয়া এই বৈঠকে পরমাণু হুমকির প্রসঙ্গও উঠে এসেছে। শাসক ও বিরোধী সাংসদদের উপস্থিতিতে পরমাণু-বিতর্কে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশসচিব (Vikram Misri on Operation Sindoor)।
পিটিআই সূত্রে খবর, সংসদীয় কমিটির বৈঠকে মিস্রী জানিয়েছেন, পাকিস্তানের দিক থেকে পরমাণু হামলার কোনও হুমকি ছিল না। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ সবসময়ই প্রচলিত অস্ত্রের ব্যবহারের মধ্যেই সীমিত ছিল। যদিও সরকারি ভাবে ওই বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজীব শুক্ল, দীপেন্দর হুডা, বিজেপির অপরাজিতা ষড়ঙ্গী, অরুণ গোভিল এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও উপস্থিত ছিলেন বৈঠকে।
পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার দিকে মোড় নেয়। ভারত ৬ মে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে একযোগে ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়, যার ফলে পাকিস্তানও পাল্টা আক্রমণ করে। এই সংঘর্ষে অন্তত ৭০ জন পাকিস্তানি ও ১৫ জন ভারতীয় নিহত হন ।
পাকিস্তান দাবি করে, তাদের সেনাবাহিনী ভারতীয় ৫টি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। অপরদিকে, ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান তাদের উপর হামলা চালানোর সময় ‘শাহিন’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম বলে গুঞ্জন রয়েছে। তবে, এ বিষয়ে সরকারি কোনো ঘোষণা নেই ।
এই পরিস্থিতিতে, সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্রী পরমাণু হুমকির বিষয়টি উড়িয়ে দেন। তিনি বলেন, পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রের মাধ্যমে সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং এই পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। ভারত কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল মেনে নেবে না এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে ।
যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও চীন উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে, পরিস্থিতি এখনও অস্থিতিশীল এবং ভবিষ্যতে সংঘাতের ঝুঁকি রয়ে গেছে ।
ভারত-পাক সংঘর্ষবিরতির পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু মন্তব্য করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে বাণিজ্যের প্রসঙ্গ ব্যবহার করে আমেরিকা সংঘর্ষ থামাতে সাহায্য করেছে। তবে ভারত আগেই এই দাবি নস্যাৎ করেছে। সোমবারের সংসদীয় বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্রী আবারও সরকারের অবস্থান স্পষ্ট করেন। পিটিআই সূত্রে খবর, বৈঠকে উপস্থিত সাংসদদের কেউ কেউ ট্রাম্পের একাধিক মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিদেশ সচিব তাঁদের জানান, সামরিক সংঘাত থামানোর যাবতীয় সিদ্ধান্ত দ্বিপাক্ষিক স্তরেই নেওয়া হয়েছে।
Comments are closed.