ডিজিটাল ডেস্ক, ১৮ জুলাই : আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল, শহর থেকে বিদায় নিয়েছে বৃষ্টি (Weather Rain Update)। অথচ বাস্তবে, আচমকা প্রবল বৃষ্টিতে চরম ভোগান্তির মুখে পড়লেন শহরের মানুষ। ফলে প্রশ্ন উঠছে, পুরনো সেই অনিশ্চয়তা কি আবার ফিরে এল?
দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিল বৃষ্টি—শুক্রবার সকালেও তেমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি বন্ধ হওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা বাড়বে। দিন এবং রাতের পারদ থাকবে স্বাভাবিকের উপরে, আর আর্দ্রতার কারণে ঘেমে একেবারে স্নান করার মতো পরিস্থিতি তৈরি হবে।
সাড়ে ১২টা নাগাদ হঠাৎই কলকাতার আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে—দিবালোকে নেমে আসে রাতের আঁধার। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায় নামে প্রবল বৃষ্টি। অনেক জায়গায় বৃষ্টির কারণে জল জমে যায়, সৃষ্টি হয় যানজটের।
অথচ এদিন সকালেই আবহাওয়া দফতর জানিয়েছিল, মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও, বড় কোনও সক্রিয় আবহাওয়াজনিত সিস্টেম না থাকায় বৃষ্টির প্রবণতা কমবে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছিল; যদিও হালকা বৃষ্টি হতে পারে, তবে তার পরিমাণ হবে সামান্য।
একদিকে আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে—আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বরং বৃষ্টি হলেও তা হবে সামান্য। অন্যদিকে, গুগলের ওয়েদার রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহ জুড়েই কলকাতা সহ আশেপাশের এলাকায় বৃষ্টি হতে পারে।
এই অনিশ্চিত আবহাওয়ার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাসে আবারও ঝড়বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। জানানো হয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে তার আগেই, অর্থাৎ শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও শনিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শহরে। পাশাপাশি, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলেও শুক্রবার থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সেই বৃষ্টির পরিমাণ ও বিস্তার আরও বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে। উত্তরবঙ্গের দিকেও আবহাওয়া রুখে দাঁড়াচ্ছে। শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ রাজ্য জুড়েই আবার এক দফা সক্রিয় হচ্ছে বর্ষা।
রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সেই দিন। সোমবারেও উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে বৃষ্টিভেজা। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আবারও ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে। অন্যদিকে, সপ্তাহের শুরুতে—অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও, সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক ও অপেক্ষাকৃত স্থিতিশীল।