ডিজিটাল ডেস্ক, ২৮ জুন : গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী সোমবার একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে সমগ্র পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Weather Update)। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উচ্চভূমিতেও হতে পারে ভারী বৃষ্টিপাত। এই রকম বর্ষণমুখর আবহাওয়া চলতে পারে প্রায় এক সপ্তাহ জুড়ে—আলিপুর আবহাওয়া দপ্তরের এমনটাই পূর্বাভাস।
শনিবার সকাল থেকেই শহরে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে বইছে হালকা হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই মেঘে ঢাকা থাকতে পারে শহরের আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বাকি সময়েও। যদি সোমবার নতুন নিম্নচাপ সৃষ্টি হয়, তাহলে শহরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে বজ্রবিদ্যুৎ। কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদদের মতে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ইতিমধ্যেই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে—পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার ছুঁতে পারে বলে সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।
সোমবার রাজ্যে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি ওইদিন নিম্নচাপে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে উপকূলবর্তী অঞ্চলে। এর ফলে সমুদ্র হয়ে উঠবে উত্তাল, দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরের পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। ফলে আগামীকাল, রবিবার থেকে উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর!
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজায় থাকবে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেখানে বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাগুলিতে ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাগুলিতে। এদিকে, দক্ষিণবঙ্গে ভারী ও অতিভারী বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীগুলির জলস্তরও বাড়তে পারে। অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।