Weather Update : বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস, সারা দিন দুর্যোগ কলকাতায়? মিলবে কি দুর্যোগ থেকে মুক্তি?

22

ডিজিটাল ডেস্ক, ৮ জুলাই : আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পাশাপাশি রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত, যা ধীরে ধীরে উত্তর-পশ্চিম অভিমুখে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোচ্ছে। এর সঙ্গে রাজ্যের ওপর প্রভাব ফেলছে সক্রিয় মৌসুমি বায়ু, যার ফলে সোমবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দিনভর কলকাতা ও দক্ষিণের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আকাশ থাকবে মেঘাচ্ছন্ন (Weather Update)।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বারাণসী, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার প্রভাবে মঙ্গলবার পুরুলিয়া ও ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার দিনভর দফায় দফায় বৃষ্টি চলেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম। মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

প্রসঙ্গত অব্যাহত নিম্নচাপের প্রভাবে দক্ষিণ কলকাতায় সোমবার রাত থেকে সকাল ৬টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বাধিক বৃষ্টি হয়েছে যোধপুর পার্কে প্রায় ১৩৩ মিলিমিটার।

অন্যান্য অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ:

  • কামডাহরি (গড়িয়া): ৫৩ মিমি
  • মোমিনপুর: ৩৮ মিমি
  • বালিগঞ্জ: ৩৫ মিমি
  • ধাপা: ৩৪ মিমি
  • ঠনঠনিয়া, মানিকতলা, তপসিয়া: ৩১ মিমি
  • কালীঘাট: ২৮ মিমি
  • বেহালা: ২৭ মিমি
    আবহাওয়া দফতর জানিয়েছে, এই ভারী বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বাড়বে। বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ গঙ্গার জলস্তর পৌঁছাবে ৫.০৩ মিটার বা সাড়ে ১৬ ফুটে। সেই কারণে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গঙ্গা ঘেঁষা লকগেটগুলি বন্ধ থাকবে।