Weather Update : বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে? নিম্নচাপ দুর্বল হলেও থাকছে ঘূর্ণাবর্ত

22

ডিজিটাল ডেস্ক, ১১ জুলাই : নিম্নচাপের শক্তি কিছুটা কমে আসায় বৃষ্টির দাপটও সাময়িকভাবে কমেছে। তবে গাঙ্গেয় বঙ্গের উপর এখনও সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, পাশাপাশি রয়েছে জোড়া অক্ষরেখা। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)।

শুক্রবার আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপ কিছুটা দুর্বল হয়েছে। তবে উত্তর ছত্তীসগঢ়ের কাছাকাছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে।

মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিকানের, হামিরপুর, ডালটনগঞ্জ, জামশেদপুর হয়ে দিঘা পর্যন্ত। পাশাপাশি, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত পর্যন্ত রয়েছে আরও একটি অক্ষরেখা। এ ছাড়া আরব সাগর থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত রয়েছে আরেকটি অক্ষরেখা।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতির প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবার রাত পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে কলকাতায় দু’দিনের জন্য বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই রকম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আপাতত সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই ভারী বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত।