Weather Update : নিম্নচাপের জেরে দিনভর বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, কবে দেখা মিলবে রোদের?

18

ডিজিটাল ডেস্ক, ১৫ জুলাই : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। মরশুমের প্রথম মৌসুমী নিম্নচাপের কারণে টানা কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে বাংলা। মঙ্গলবার সকালেও অবস্থার পরিবর্তন হয়নি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, সাধারণ মানুষ চরম দুর্ভোগে (Weather Update)। উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়ে‌ছে।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর বর্তমানে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। এর গতি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। বর্তমানে এটি কলকাতার প্রায় ৯০ কিলোমিটার উত্তরে এবং বর্ধমানের প্রায় ৫০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই গভীর নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে।

এছাড়াও, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর সঙ্গে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং ঝড়ো বাতাস বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বুধবার থেকে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমবে। নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় বৃষ্টির পরিমাণও কমে আসবে। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় এখনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

এদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে হতে পারে প্রবল বর্ষণ। পাশাপাশি, আগামী ২৪ ঘণ্টা উত্তর বঙ্গোপসাগর থাকবে উত্তাল। সেই কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।