ডিজিটাল ডেস্ক ২৪শে জুলাইঃ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। তার জেরে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস,গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলের জেলাগুলিতে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে, উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চায়না ও ভিয়েতনামের বিধ্বংসী টাইফুন বা ঘূর্ণিঝড় ‘উইফা’-র একটা অংশ গতকাল বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি করেছে। সেটি আজ আরও ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে ফের ভিজবে বঙ্গের মাটি। এর ফলে উত্তাল থাকবে সমুদ্র। আজ,বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে বাড়বে নদীর জলস্তর। এ রাজ্যের একাধিক নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে(Weather Update)।
কলকাতা
বুধবার সকাল থেকে ঝকঝকে রোদ ছিল শহরে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস মেনে বৃহস্পতিবারে দিন শুরু হয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টি নিয়েই। কলকাতায় আজ ভারী বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই বৃষ্টি চলবে সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত। দিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
দক্ষিণবঙ্গ———
আজ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছ। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়ার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শুক্রবার। ওই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি ১১টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারও ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা। বাকি জেলাগুলির জন্য আপাতত কোনও সতর্কতা জারি না হলেও সেখানেও ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার বীরভূম ও মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গ———-
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধু তাই নয়, সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের চারটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই চারটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমিতে ঝড় উঠবে। সেইসঙ্গে জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি ছ’টি জেলায় অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং রবিবার দার্জিলিং ও কালিম্পঙের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর সোমবার এবং মঙ্গলবারও উত্তরবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এ ছাড়াও,অন্ধ্রপ্রদেশ,ছত্তীসগঢ় ও ঝাড়খণ্ডের উপর তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে। তাছাড়া,এই মুহূর্তে রাজ্যে বেশ সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এসবের ফলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। সেইকারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণের বেশির ভাগ জেলা।