Weather Update:রাতভর নিম্নচাপের বৃষ্টিতে ডুবল বঙ্গ সহ কলকাতা

91

ডিজিটাল ডেস্ক ২৫শে জুলাইঃ নিম্নচাপের জের। ভারী বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গতকাল রাত থেকে শুরু হয় বৃষ্টি। রাতে ভারী বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিপর্যস্ত হয় জনজীবন। আজও (শুক্রবার) গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা ও শহরতলিতে(Weather Update)।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এদিন দুপুরে বাংলা হয়েই স্থলভাগে ঢুকবে। এই মুহূর্তে কলকাতা থেকে ১৭০ কিমি দূরে রয়েছে গভীর নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে নিম্নচাপের দূরত্ব ১৫০ কিমি। দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডে সরবে নিম্নচাপটি। তার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ শুক্রবার ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি দক্ষিণ ২৪ পরগনায়। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে। উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূমে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে।

এদিকে নিম্নচাপের জেরে শুক্রবার দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি। রাতভর কলকাতায় বৃষ্টির জন্য শহরে জমলেও পুরসভা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দার্জিলিংও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।