কলকাতা, ১ মে: দেড় দিনের মাথায় বড়বাজার অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে। বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে এখনও দুই জনের নাম ও পরিচয় শনাক্ত করতে পারেনি তদন্তকারী সংস্থা।
মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই আগুন লাগে বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টি এলাকার একটি হোটেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন, এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। জানা গিয়েছে, হোটেলটিতে প্রায় ৪২টি ঘর ছিল, যার অধিকাংশেই জানলা ছিল না। এই কারণেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন, আর দমকলকর্মীদেরও ভিতরে ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়। দীর্ঘ আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, প্রাণ হারান ১৫ জন। ঘটনার পর থেকেই হোটেলের মালিক আকাশ চাওলা পলাতক ছিলেন।
অগ্নিকাণ্ডের পর থেকেই একের পর এক প্রশ্ন উঠে আসছে। মেছুয়ার ওই হোটেলে ঠিক কীভাবে আগুন লাগল? দায়ী কে বা কারা? হোটেলটির ফায়ার লাইসেন্স আদৌ ছিল কি না? প্রশাসনের অনুমতি ছাড়াই কি সেখানে গোপনে বার তৈরি হচ্ছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে পুর কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার ভোরে হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।
Comments are closed.