2026 NATIONAL GAMES IN ASSAM :জাতীয় গেমস ফিরছে অসমে
2026 NATIONAL GAMES IN ASSAM: ফের একবার জাতীয় গেমসের কুচকাওয়াজ শুরু হয়ে গেল অসমে। শনিবার এক মন্তব্যে গেমসের পালে হাওয়া তোলেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাই।
জাতীয় গেমস ফিরছে অসমে
২০২৬ জাতীয় গেমস হবে অসমে
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা শনিবার একথা জানিয়েছেন। আগামী বছরই অসমে জাতীয় গেমস হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
২৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয় ৩৮ তম জাতীয় গেমস। উত্তরাখণ্ড গেমসের পর ২০২৬ জাতীয় গেমস হবে মেঘালয়ে
এমনটাই জানিয়েছিল ভারতীয় অলিম্পিক সংস্থা। কিন্তু ২৬ নয়, কিছুটা সময়ের প্রয়োজন, তাই ২০২৭ এ গেমসের আয়োজন করবে বলে জানায় মেঘালয় অলিম্পিক সংস্থা।
২০২৮ জাতীয় গেমস হবে মধ্যপ্রদেশে
তার মানে, ২০২৭ এবং ২০২৮ জাতীয় গেমস পাচ্ছে না অসম। ফের জাতীয় পেতে হলে তাই অন্তত ২০২৯ পর্যন্ত অপেক্ষা করতে হবে অসমকে। অথবা ২০২৬ এই জাতীয় গেমস করতে হবে অসমকে
এবং সে পথেই এগোচ্ছে অসম সরকার। জাতীয় গেমসের প্রস্তুতিতে রাজ্য সরকার যে এখন থেকেই লেগে পড়েছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট এটা।
জুনেই সংস্কারের কাজ শুরু হবে নেহরু স্টেডিয়ামের
আমিনগাঁওয়ের নির্মীয়মান ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী।
২৬ এর মার্চের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে আমিনগাঁও স্টেডিয়ামের
টেস্ট, ওয়ানডে, টি২০ সহ সবকটা ফরম্যাটের ম্যাচ হবে আমিনগাঁওয়ে। ক্রিকেট ম্যাচের জন্য শুধু বর্ষাপাড়ার দিকেই যাতে চেয়ে থাকতে না হয়, সেজন্যই বিকল্প হিসেবে গড়ে তোলা হচ্ছে আমিনগাঁওয়ের এই স্টেডিয়াম। যানজটের সমস্যা মেটাতে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এখানেই শেষ নয়, অত্যাধুনিক এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি মিউজিক্যাল লাইভ কনসার্টেরও ব্যবস্থা থাকবে স্টেডিয়ামে। উল্লেখ্য, শেষবার ২০০৭ এ জাতীয় গেমস হয়েছিল অসমে
১৯ বছর কেটে গেছে। হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে ফের একবার জাতীয় গেমস পাবে অসম। আপাতত সেদিকেই চেয়ে রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।
Comments are closed.