21st July Kolkata Police : ২১ জুলাই শহরে ‘মসৃণ যান চলাচল’ নিশ্চিত করায় কলকাতা পুলিশের প্রশংসায় বিচারপতি

11

ডিজিটাল ডেস্ক, ২১ জুলাই : মাত্র দুই দিন আগেই ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে শহরের ট্রাফিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু ৪৮ ঘণ্টা না কাটতেই এবার কলকাতা পুলিশের প্রশংসা করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার ধর্মতলা-সহ গোটা শহরের মসৃণ যান চলাচল দেখে তিনি জানান, ট্রাফিক অত্যন্ত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। তাঁর এই মন্তব্যে সহমত পোষণ করেন অন্যান্য আইনজীবীরাও (21st July Kolkata Police)।

একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশে ভিড় নিয়ে দায়ের হওয়া এক মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণ দেন যে, ট্রাফিক সমস্যার কারণে সাধারণ মানুষের কোনও রকম অসুবিধা যেন না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে পুলিশকে। তিনি নির্দেশ দেন, মিছিলের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে—সকাল ৯টার মধ্যে সমস্ত দিক থেকে মিছিল কলকাতায় প্রবেশ করতে পারবে। তার পরে আর কোনও মিছিল শহরে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে হবে—এই মর্মে কড়া নির্দেশ দেন বিচারপতি।

সোমবার নিজে রাস্তায় বেরিয়ে শহরের যান নিয়ন্ত্রণের অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানান, পুলিশ খুব ভালো কাজ করেছে, ট্রাফিকও যথাযথভাবে নিয়ন্ত্রিত হয়েছে। তাঁর এই মন্তব্যের পর এক আইনজীবী জানান, এদিন তিনি নিউ আলিপুর থেকে হাই কোর্টের উদ্দেশে নির্ধারিত সময়েই রওনা দেন এবং প্রতিদিনের মতোই ২০ থেকে ২৫ মিনিটেই পৌঁছে যান। এই প্রসঙ্গে বিচারপতিও জানান, তাঁরও আদালতে পৌঁছতে স্বাভাবিক সময়ই লেগেছে।

উল্লেখযোগ্য, ধর্মতলায় ২১ জুলাইয়ের তৃণমূলের সমাবেশ শুরু হওয়ার আগে কলকাতা হাই কোর্ট যান নিয়ন্ত্রণ নিয়ে যে নির্দেশ দিয়েছিল, সেই অনুযায়ী ট্রাফিক পুলিশ ব্যবস্থা নেয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মধ্য কলকাতার রাস্তায় স্বাভাবিক যান চলাচল বজায় ছিল। সেই ব্যবস্থাপনার জন্যই কলকাতা হাই কোর্ট পুলিশের প্রশংসা করেছে।