ডিজিটাল ডেস্ক, ৩ মে: গোয়ার লাইরাই দেবীর মন্দিরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন, আহত হয়েছেন ৩০-এরও বেশি মানুষ। শুক্রবার গভীর রাতে শিরগাঁওয়ে আয়োজিত মন্দিরের বার্ষিক শোভাযাত্রা ‘শ্রী লাইরাই যাত্রা’য় অংশ নিতে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত। সেই ভিড়ের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আহতদের মধ্যে অনেককে ভর্তি করা হয়েছে গোয়া মেডিক্যাল কলেজ ও উত্তর গোয়া জেলা হাসপাতালে। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত আহতদের দেখতে যান উত্তর গোয়া জেলা হাসপাতালে এবং সেখানেই পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন। পরে নিজের এক্স হ্যান্ডলে তিনি জানান, গোটা ঘটনার উপর তিনি ব্যক্তিগতভাবে নজর রাখছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, এই বিষয়ে তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী এই কঠিন সময়ে প্রয়োজনীয় সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় প্রশাসন দাবি করেছে, এই ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে মন্দির চত্বরে এবং আশপাশের এলাকায় এক হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। শীর্ষস্তরের পুলিশকর্তাদের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হচ্ছিল এবং যান চলাচল ব্যবস্থাকে সচল রাখতে ৩০০ ট্র্যাফিক পুলিশ কর্মীও নিয়োজিত ছিল। এছাড়াও, মন্দির চত্বরে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছিল। কিন্তু সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে। অনেকেই প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলছেন।
প্রতি বছরের মতো শুক্রবারও ‘আগ্নিদিব্য’ অনুষ্ঠানের আয়োজন করেছিল মন্দির কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের মতে, রাত যত এগিয়েছে, ভক্তদের ভিড় ততই বাড়তে থাকে, এবং একসময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মন্দির কর্তৃপক্ষ শোভাযাত্রারও আয়োজন করেছিল। শনিবার ভোর ৪টা নাগাদ আচমকা পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি করতে শুরু করেন। মন্দির চত্বরে বেরোনোর পথে হঠাৎ করে আরও বিশৃঙ্খলা তৈরি হয়, আর তখনই পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Comments are closed.