কড়া পদক্ষেপ! ভিসা বন্ধ করল ভারত

1 12

নিউজ ডেস্ক, ২১ সেপ্টেম্বর : কানাডার নাগরিকদের ভিসা বন্ধ করল ভারত। কানাডার প্রধানমন্ত্রীর নাগাড় ভারত-সমালোচনার কড়া জবাব দিল ভারত। আজ, বৃহস্পতিবার এই কথা ঘোষণা করল ভারত। কানাডার নাগরিকদের জন্য় অনির্দিষ্টকালের জন্য ভিসা সার্ভিস স্থগিত করে দিল ভারত সরকার। বিএলএস ইন্টারন্যাশনালের (অনলাইন ভিসা আবেদন কেন্দ্র) একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অপারেশনাল কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে।”

খালিস্তানপন্থী শিখ নেতার মৃত্যুতে দুই দেশের মধ্য়ে সংঘাত চরমে। হরদ্বীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশই কূটনৈতিক লড়াইয়ে জড়িয়েছে। এই আবহে ফের খুন আরেক খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী। ওই জঙ্গির নাম সুখা দুনেকে। নিজ্জর খুনের তিন মাসের মাথায় একই কায়দায় বুধবার কানাডার উইনপিগে গুলিতে ঝাঁঝরা হয় সে।

জি-২০ সম্মেলনের আগেই থেকেই সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছিল। ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের সেই ফাটল আরও চওড়া হয়েছে। খালিস্তানপন্থী নাগরিকের মৃত্যুতে সরাসরি দিল্লিকে কাঠগড়ায় তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বহিষ্কার করা হয় ভারতীয় কূটনীতিক পবনকুমার রাইকে। এই পরিস্থিতিতে কানাডার যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে বিবৃতি প্রকাশ করে ভারতীয় বিদেশ মন্ত্রক।

বুধবারই কানাডার বেশ কিছু এলাকায় ভারতীয়দের যেতে নিষেধ করেছিল নয়া দিল্লি। কানাডায় ভারত-বিরোধী কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রশ্রয়ে ঘটে চলা অপরাধ এবং হিংসার ঘটনার জেরেই এই নির্দেশ দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেছিল ভারত। আর এর পরের দিনই ভিসা বন্ধের কথা ঘোষণা হল। 

1 Comment
  1. walmart pharmacy viagra says

    Thank you for any other informative website. The place else may just I am getting that type of info written in such an ideal method? I have a project that I am simply now operating on, and I’ve been at the glance out for such information.

Leave A Reply

Your email address will not be published.