Vinesh Phogat-Bajrang Punia : কুস্তির আখড়া ছেড়ে রাজনীতির ময়দানে, কংগ্রেসে যোগ ভিনেশ ফোগত, বজরং পুনিয়ার

124

Vinesh Phogat-Bajrang Punia : কুস্তির আখড়া ছেড়ে এবার রাজনীতির ময়দানে। কংগ্রেসে যোগ দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া। সূত্রের খবর, তাঁরা হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ভোটে লড়বেন।

ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় হয় দেশ। দিল্লির রাজপথে ধর্না দিতে দেখা যায় বজরং-ভিনেশ-সাক্ষীদের। সেই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশের সঙ্গে অশান্তিতেও জড়িয়েছিলেন ভিনেশ, বজরংরা। সেই সময় থেকেই তাঁদের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা চলছিল। শুক্রবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। দুই কুস্তিগীর যোগ দিলেন কংগ্রেসে।

কংগ্রেসে যোগ দিয়ে ভিনেশ বলেন, দুঃসময়ে পাশে থাকা দলে যোগ দিতে পেরে তিনি খুশি।

ভিনেশদের কংগ্রেসে যোগদান নিয়ে মুখ খুলেছেন তাঁদের প্রতিবাদ আন্দোলনের সহযোগী কুস্তিগীর সাক্ষী মালিক।

৪ সেপ্টেম্বর রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে দুই কুস্তিগীর কংগ্রেস যোগ দেওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত করেছিলেন। সূত্রের খবর, হরিয়ানার জুলানা বিধানসভা আসনে ভিনেশ এবং বাদলি আসনে বজরংকে প্রার্থী করতে পারে কংগ্রেস। দুই কুস্তিগীরের যোগদানে হরিয়ানায় কংগ্রেসের শক্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।