উৎসবের মরশুমে পাখি গণনা,মালদহের গাজল আদিনা ফরেস্টে শুরু পাখি শুমারি

112

উৎসবের মরশুমে পাখি গননা। মালদহের গাজল আদিনা ফরেস্টে বিদেশি পাখি শুমারির কাজ শুরু করল বন দফতর। এ বছর পাখির সংখ্যা বেড়েছে, আশাবাদী বনদফতর।

সামনেই পুজো। আর পুজোর মুখে পাখিপ্রেমীদের জন্য খুশির খবর। নতুন নতুন পরিযায়ী পাখির দেখা মিলবে মালদহের গাজল আদিনা ফরেস্টে। এমনটাই দাবি করছে আদিনা ফরেস্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যেই আদিনা ফরেস্টে বিদেশি পাখি গণনার কাজ শুরু করেছে বন দফতর। কয়েক বছর ধরেই এই ফরেস্টে পাখি শুমারি হচ্ছে। এ বছরও ব্যতিক্রম নয়। গত কয়েক বছরের তুলনায় এ বছর পাখির সংখ্যার বাড়বে বলেই আশাবাদী বন দফতর।

এ বছর কয়েক ঝাঁক রাশিয়ান বার্ড এসেছে আদিনা ফরেস্টে। রাশিয়ান বার্ড এই আদিনা ফরেস্টে এবারে বেশি করে বাসা বেঁধে প্রজনন ঘটাতে পারে বলেও মনে করছেন বনদফতরের কর্তারা।

আদিনা ডিয়ার ফরেস্টের প্রতিটি গাছ ধরে পাখির বাসা চিহ্নিতকরণের পাশাপাশি গোনা হচ্ছে পরিযায়ী পাখিদের বাসাও। গড় পরিসংখ্যান অনুযায়ী খাতা বন্দি করা হচ্ছে বর্তমান পাখিদের বাসস্থান ও প্রজননের সংখ্যা।

২ দিন ধরে আদিনা ডিয়ার ফরেস্টের এই পাখি শুমারির কাজ চলবে বলে জানিয়েছেন বনদফতরের কর্তারা।