Srijit Mukherji : নতুন বছরের শুরুতেই নতুন চমক, প্রকাশ্যে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ -এর প্রথম পোস্টার

118

Srijit Mukherji : নতুন বছরের শুরুতেই নতুন চমক। বছরের প্রথমেই জানুয়ারী মাসে মুক্তির জন্য প্রস্তুত সৃজিত মুখার্জির চলচ্চিত্র ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। ইতিমধ্যেই মুক্তির কথা ঘোষণা করেছেন তিনি। সামনে এসেছে ছবির লুকও। এবার প্রকাশ্যে এল সেই বহু প্রতীক্ষিত ছবির প্রথম পোস্টার। জানা গেল মুক্তির দিনক্ষণও। শনিবার ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর প্রথম পোস্টার প্রকাশ করে নির্মাতারা জানিয়েছেন এই ছবি আগামী বছরের ২৩ জানুয়ারী মুক্তি পাবে।

পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে SVF, বক্স অফিসে ঝড় তোলার জন্য ছবিটিতে মোট ১৪ অভিনেতা রয়েছেন। থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল ব্যানার্জী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক কর এবং নুর ইসলাম।

‘এক রুকা হুয়া ফ্যাসলা’ ছবির উপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছে। যা শোনা যাচ্ছে, ছবিটিতে উঠে আসতে পারে সমাজের ভিন্ন প্রেক্ষাপট, আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি ও যৌনতা।