পহেলগাঁও হামলার প্রভাবে ধস শেয়ার বাজারে, ১০ লক্ষ কোটি খোয়ালেন বিনিয়োগকারীরা

9

ডিজিটাল ডেস্ক, ২৫ এপ্রিল: পহেলগাঁও হামলার পর ভারতের আকাশে ঘনীভূত হচ্ছে যুদ্ধের আশঙ্কা। এই স্পর্শকাতর পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। বড় ধস নেমেছে সেনসেক্সে—এক হাজার পয়েন্টেরও বেশি নিচে নেমে গেছে সূচক।

শুক্রবার বাজার খোলার পর সেনসেক্স কিছুটা ঊর্ধ্বমুখী ছিল—সূচক বেড়েছিল প্রায় ৩০০ পয়েন্ট। তবে বেলা গড়াতেই হঠাৎই বড়সড় ধস নামে শেয়ার বাজারে। সেনসেক্স প্রায় ১২০০ পয়েন্ট পড়ে যায়, নিফটিও নেমে যায় প্রায় ৪০০ পয়েন্ট। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে স্মলক্যাপ ও মিডক্যাপ স্টকগুলি—তাদের শেয়ারের দাম কমেছে প্রায় ৩ শতাংশ। সব মিলিয়ে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত ১০ লক্ষ কোটি টাকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত রাখায় ভারতের বাজার ঘুরে দাঁড়ানোর আশায় ছিল। কিন্তু পহেলগাঁও হামলার পর যুদ্ধাবস্থার আশঙ্কায় সেই আশায় বড় ধাক্কা লাগে।

শুক্রবার শেয়ার বাজারে ধসের পেছনে প্রধান কারণ হিসেবে বিশ্লেষকদের একাংশ সরাসরি দায়ী করছেন পহেলগাঁও হামলাকে। ভূস্বর্গ কাশ্মীর রক্তে রঞ্জিত—জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের এই নৃশংস আক্রমণে ফুঁসছে ভারত। ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে কড়া পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি—পাকিস্তানের বিরুদ্ধে চালানো হয়েছে ‘কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক’। পাশাপাশি আকাশপথে সক্রিয়তা বাড়িয়েছে ভারতীয় বায়ুসেনা, শুরু হয়েছে আক্রমণাত্মক মহড়া। রাফালের নেতৃত্বে একজোট হয়েছে একাধিক যুদ্ধবিমান। অপরদিকে, পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তানও। সূত্রের খবর, রাওয়ালপিন্ডির সেনাঘাঁটিকে ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

Comments are closed.